TRENDING:

২৪ বছর বয়সী ইংরেজ তারকা টি২০ বিশ্বকাপের 'প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট'

Last Updated:

Sam Curran: বিরাট কোহলি, সূর্কুমার যাদবদের টপকে তিনি টি২০ বিশ্বকাপের সেরা ক্রিকেটার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মেলবোর্ন:  অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ইংল্যান্ডের স্যাম কুরান টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন।
advertisement

২৪ বছর বয়সী কুরান টুর্নামেন্টে ১৩টি উইকেট পেয়েছিলেন। ইংল্যান্ড তাদের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে ৪ ওভারে ৩/১২ ছিল কুরানের পারফরম্যান্স। ফাইনালে ইংল্যান্ডের জয়ে কুরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

আরও পড়ুন- ফাইনালে বড় স্কোর করতে ব্যর্থ পাকিস্তান, বিশ্বসেরা হতে ইংল্যান্ডের টার্গেট ১৩৮

আইসিসি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচন হয় ভোটের মাধ্যমে। তার জন্য ৯ জন খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছিল আইসিসি। ক্রিকেটভক্তদের সামনে ভোট দিয়ে মতামত জানানোর সুযোগ ছিল।

advertisement

দুই ভারতীয় তারকা এবং শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের একজন করে, ইংল্যান্ড ও পাকিস্তানের মোট ৫ জন ক্রিকেটার সেই সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছিলেন। তবে সবাইকে টপকে স্যাম কারান এই পুরস্কার জিতে নিলেন।

ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবের নাম ছিল সেই তালিকায়। ইংল্যান্ডের তারকা জস বাটলার এবং স্যাম কুরানের নামও ছিল। সেমিফাইনালে দুর্দান্ত ইনিংসের পর অ্যালেক্স হেলসের নামও যুক্ত হয়ে যায়। তালিকায় পাকিস্তানের শাহীন আফ্রিদি ও শাদাব খান ছিলেন। বাকি দুজন শ্রীলঙ্কার বোলার ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং জিম্বাবোয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা।

advertisement

আরও পড়ুন- মন আগেই ভেঙেছিল বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে, এবার পা ভেঙে বসলেন ম্যাক্সওয়েল

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

আইপিএলে একটা সময় চুটিয়ে খেলেছেন স্যাম কারান। প্রীতি জিন্টার দল পঞ্জাবের জার্সিতে খেলেছেন তিনি। চলতি টি২০ বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন স্যাম কারান। ভারতের প্রাক্তন পেসার জাহির খান বলেছিলেন, স্যাম কারান ইংল্যান্ড দলে জোফ্রা আর্চারের অভাব মিটিয়ে দেবেন। কার্যত হলেও সেটাই।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
২৪ বছর বয়সী ইংরেজ তারকা টি২০ বিশ্বকাপের 'প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল