এতদিন তাঁকে নিয়ে যে বিতর্ক হচ্ছিল, সেই বিতর্কটাই দেশের অলিম্পিকের শুভেচ্ছা দূত হিসেবে মনোনিত হওয়া সচিন তেন্ডুলকর-এআর রহমানের দিকে ঘুরিয়ে দিলেন সলমন খান। বলিউডের ভাইজান বললেন, ''আমায় যখন অলিম্পিকের শুভেচ্ছা দূত নিয়োগ করা হল, তখন মিডিয়া খুব করে প্রচার চালালো। এই প্রচারে আমায় খুব সমালোচনা করা হল। অথচ সচিন-রহমানদের শুভেচ্ছা দূত নিয়োগের সময় মিডিয়া সেভাবে মুখই খুলল না।''
advertisement
সলমন পাল্টা আক্রমণের সুরে বলেন, ''এ আর রহমান কোনওদিন কোনও কিছু খেলছেন বলে আমি শুনিনি। আবার সচিন প্রসেঙ্গ সল্লুর ম্নতব্য, ‘‘ উনি তো শুধু একটা খেলাই সারাজীবন খেলা গিয়েছেন।''
ক্রীড়াবিদ আসলে কাদের বলা হবে ? এই নিয়েও প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন সলমন খান ৷ তাঁর মতে, যারা খেলাকে ভালোবাসে, ক্রীড়াবিদকে ভালবাসবে তাদেরও খেলার মুখ হিসেবে ব্যবহার করা উচিৎ ৷
বরাবর তিনিই যে প্রথম টার্গেট হন ৷ সলমনের বিরুদ্ধে আদালতে মামলা চলছে বলেই কি তাঁকে নিয়ে সমস্যা সকলের ? সলমনের সাফ জবাব, দেশের অনেক রাজনৈতিক নেতাদের বিরুদ্ধেও তো কত বড় বড় অভিযোগে মামলা চলছে আদালতে। কারোর বিরুদ্ধে ধর্ষণ তো আবার কারোর বিরুদ্ধে দুর্নীতির মামলা। অথচ এরাই দেশ চালাচ্ছেন। ওই রাজনীতিবিদদরা যদি পদত্যাগ করেন, তাহলে তিনিও অলিম্পিকের শুভেচ্ছা দূত হিসেবে সরে দাঁড়াবেন।