ক্লাবের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের একটি অঙ্গ হিসেবেই দেখা হচ্ছে এই শো-কে। উদ্যোক্তাদের দাবি, দাবাং শো হাউসফুল হবে। ৮টি জোনে ভাগ করে দর্শকদের বসার বন্দোবস্ত করা হয়েছে। এই জোনগুলোকে সলমনের ছবির নামেই নামকরণ করা হয়েছে। টিকিটের ন্যূনতম মূল্য ৬৯৯ টাকা। সর্বাধিক মূল্য ৩ লক্ষ। যা অরিজিৎ সিংয়ের কনসার্টকেও ছাপিয়ে গিয়েছে।
দাবাং-দ্য ট্যুর রিলোডেড’ এর মহড়া সারতে শুক্রবার সন্ধে ৬টা নাগাদ ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে হাজির হন সোনাক্ষী সিনহা। ছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজও। একের পর এক বলিউডি নম্বরে কোমর দোলালেন দুই অভিনেত্রী। একদিন আগেই কলকাতায় চলে এসেছিলেন জ্যাকলিন। আজ সকালে বাকিরা এসেছেন।
কিছুদিন আগেই নিজের পেজে কলকাতায় শো করার কথা জানিয়ে একটি ভিডিওবার্তা পোস্ট করেছিলেন সলমন খান। সেই থেকেই শহর জুড়ে উন্মাদনা বাড়তে শুরু করে। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার কথা সালমান খানের। শোনা যাচ্ছে বিকাল চারটে নাগাদ এই সাক্ষাৎকার হতে পারে। সালমানকে ইস্টবেঙ্গল ক্লাবের লাইফ মেম্বারশিপ এবং মনে রাখার মত কিছু গিফট দেওয়া হবে। পশ্চিমবাংলা সরকারের পক্ষ থেকেও দাবাং খানের হাতে বিশ্ব বাংলার কিছু গিফট তুলে দেওয়া হবে বলেই ঠিক আছে।