এদিন সঞ্জং সিং কুস্তি ফেডারেশনের সভাপতি হওয়ার পর সাংবাদিক বৈঠক করেন ভারতীয় কুস্তিগীররা। উপস্থিত ছিলেন সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট, বজরং পুনিয়া সহ অন্যান্যরা। সাংবাদিক বৈঠকের সময় কেঁদে ফেলেন সাক্ষী। আর আচমকাই কুস্তি ছেড়ে দেওয়ার ঘোষণা করে দেন। তারপর কাঁদতে কাঁদতে বেরিয়ে যান তিনি।
এদিন সাংবাদিক বৈঠেকে সাক্ষী মালিক বলেন,” আমরা এই যুদ্ধ আমাদের হৃদয় দিয়ে লড়েছিলাম। রাস্তায় ৪০ দিন ঘুমিয়েছিলাম। আমি দেশের সেই সকল লোককে ধন্যবাদ জানাতে চাই যারা এই বছরের শুরুতে বিক্ষোভের সময় আমাদের সমর্থন করতে এসেছিলেন। যদি ব্রিজ ভূষণ সিংয়ের ব্যবসায়িক অংশীদার এবং একজন ঘনিষ্ঠ সহযোগী ডব্লিউএফআই-এর সভাপতি নির্বাচিত হন, আমি কুস্তি ছেড়ে দেব…আমি কুস্তি ছেড়ে দিচ্ছি”।
প্রসঙ্গত, ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচনে ৪০টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ব্রিজভূষণ সিং ঘনিষ্ঠ সঞ্জয় সিং। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি পেয়েছেন সাতটি ভোট। সঞ্জং সিং ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি হওয়ায় সাক্ষী-বজরং-ভিনেশদের লড়াই কোনও দাম পেল না বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।