যেমন ধরুন, অনেকেরই জানতে ইচ্ছে করে, ধোনির স্ত্রী সাক্ষীর সঙ্গে তাঁর শ্বাশুড়ির সম্পর্ক কেমন! তা নিয়ে একটি অনুষ্ঠানে স্পষ্ট কথা বললেন সাক্ষী ধোনি। ধোনির মায়ের সঙ্গে তাঁর সম্পর্ক ঠিক কেমন, তা জানিয়ে দিলেন সাক্ষী।
আরও পড়ুন- লক্ষ্য ভাল স্ট্রাইকার, ইমামির হাতে অর্থ তুলে দেবেন লাল হলুদ কর্তারা
প্রশ্নের উত্তরে সাক্ষী বলেছেন, সত্যি বলতে আমি বিয়ের আগের দিন আমার শ্বাশুড়িকে দেখেছিলাম। তার আগে আমার সঙ্গে আলাপ ছিল না। ঈশ্বরের আশীর্বাদে আজ পর্যন্ত ওঁর সঙ্গে আমার সম্পর্ক ভাল রয়েছে। আমি বাড়িতে থাকলে শাশুড়িকে ছাড়া ভাবতেই পারি না। আমরা পরস্পরের সঙ্গে প্রায় সব কথাই শেয়ার করি।
advertisement
সাক্ষী আরও বলেন, ধোনি বাড়িতে থাকত খুব কম। ম্যাচ থাকলে ও বেরিয়ে যেত। তখন গোটা পরিবার আমার কাছে অচেনা। প্রথম দিকে একটু অসুবিধা হত। তবে আমার জন্য পরিস্থিতি হালকা করে দিয়েছিলেন শ্বাশুড়ি। তিনি ছিলেন বলে ওই বাড়িতে আমার কোনও সমস্যা হয়নি।
আরও পড়ুন- ধোনি হঠাৎ কেন লম্বা চুল রাখছেন? রয়েছে বড় কারণ! জানলে মন ভাল হয়ে যাবে
ধোনিকে এখন দেখা যায় স্রেফ আইপিএলে। ফলে পরিবারের সঙ্গে সময় কাটান ধোনি। সাক্ষী বলছিলেন, বিয়ের প্রথমদিন থেকেই আমার সঙ্গে শাশুড়ির সম্পর্ক ভাল ছিল। এখন সেই সম্পর্ক আরও মজবুত হয়েছে। যে কোনও কাজে আমরা একজন আরেকজনের উপর নির্ভরশীল।