আইপিএলে সাই সুদর্শনের সঙ্গে শুভমান গিল ওপেনিং পার্টনারশিপ করেছিলেন৷ এদিকে এদিন মাত্র চারটি বল ক্রিজে টেকেন সুদর্শন৷ শুরু থেকেই স্বচ্ছন্দ্য ছিলেন না তিনি৷ চার বলের মধ্যে ২ টি বলে তাঁর বিরুদ্ধে আউটের অ্যাপিল করেন৷ কিন্তু চতুর্থ বলে তিনি স্টোকসের বলে স্মিথের হাতে তালুবন্দি হন৷
এদিকে এই খারাপ শুরু হলেও এদিন এক দারুণ রেকর্ড করে ফেলেন সাই সুদর্শন৷ ২৩ বছর বয়সী এই খেলোয়াড় ২০ জুন টেস্ট অভিষেকের তালিকায় বিরাট কোহলি, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রাহুল দ্রাবিড়ের তালিকায় যোগ দিলেন। সৌরভ এবং দ্রাবিড় ১৯৯৬ সালের ইংল্যান্ড সফরে এই সুযোগ পান, যেখানে কোহলি, প্রবীণ কুমার এবং অভিনব মুকুন্দ ২০১১ সালে একই তারিখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক করেন।
এদিন প্রথম টেস্টে টস জিতে ইংল্যান্ড প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস এই কাউন্টিতে সফল এই সমীকরণের ধারাটি টেস্টে ব্যবহার করেন৷ এটা নিয়ে প্রচুর কথা হচ্ছে৷ প্রাক্তন ক্রিকেটার অ্যালিস্টার কুক বলেছেন, দিনটি গরম তাই বোলাররা শীঘ্রই ক্লান্ত হয়ে পড়বে। পরিস্থিতি দেখে তাঁর অভিজ্ঞ মত ছিল টসে জিতে প্রথমে ব্যাট করাটাই আদর্শ হত।