একটি ইংরেজি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে গাভাসকর জানান, ‘‘ কুম্বলের কোচিং মেয়াদকালে প্রায় সব ম্যাচেই জিতেছে ভারত ৷ গত এক বছরে অনিল কিছু ভুল করেছেন বলে তো আমার মনে হয়নি ৷ অনেকসময়েই টিমে হয়তো সবার মত মেলে না ৷ কিন্তু রেজাল্ট দেখুন আগে ৷ ’’
নিজের ক্রিকেট কেরিয়ারে অত্যন্ত লড়াকু ক্রিকেটার হিসেবেই পরিচিত ছিলেন কুম্বলে ৷ চোয়াল ভাঙা অবস্থাতেও বল করে দলকে জিতিয়েছেন ৷ সেই কুম্বলে সহজে হার মানার পাত্র নন বলেই মনে করেন গাভাসকর ৷ তিনিই হঠাৎ এভাবে অধিনায়কের কথাতেই কোচের পদ থেকে ইস্তফা দেবেন , সেটা মেনে নেওয়াটা সত্যি কঠিন ৷ এব্যাপারে গাভাসকর বলেন, ‘‘ অনিলের পদত্যাগের পিছনে নিশ্চয় কোনও কারণ রয়েছে ৷ আমি ভেবেছিলাম ও হয়তো কাজ চালিয়ে যাবে ৷ ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি যখন কুম্বলের ওপরেই আস্থা রেখেছিল , তখন কুম্বলের থেকে যাওয়াটাই উচিৎ ছিল ৷ ও নিশ্চয় লড়াইয়ে ফিরবে ৷ কিন্তু এই প্রথমবার ফাইটার অনিলকে রুখে দাঁড়াতে দেখা গেল না ৷ ’’
advertisement