বাবার মতো, অর্জুনও ছোটবেলা থেকেই ক্রিকেট খেলতে শুরু করেছিলেন। অর্জুন গোয়ার হয়ে খেলেন। ক্রিকেট থেকে ভালই আয় করেন তিনি। তাঁর মোট সম্পদ ক্রমাগত বাড়ছে। অর্জুন তার বাবা-মায়ের সঙ্গে মুম্বইয়ের একটি বিলাসবহুল বাড়িতে থাকেন। তার বাবার লন্ডনেও একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। মিডিয়া রিপোর্ট অনুসারে, অর্জুন টেন্ডুলকারের মোট সম্পদের পরিমাণ প্রায় ২২ কোটি টাকা। অর্জুন আইপিএল থেকে সবচেয়ে বেশি টাকা আয় করেছেন। আইপিএলে প্রথমবারের মতো অর্জুনকে ২০২১ সালে মুম্বই ইন্ডিয়ান্স ২০ লক্ষ টাকায় চুক্তিবদ্ধ করে। এরপরে, ২০২২ সালে মুম্বই আবার অর্জুনকে ৩০ লক্ষ টাকায় কিনে নেয়। এরপরে অর্জুন মুম্বই ইন্ডিয়ানের সঙ্গেই থেকে যায়। গত ৫ বছরে অর্জুন আইপিএল থেকে ১ কোটি ৪০ লক্ষ টাকা আয় করেছেন।
advertisement
সূত্রের খবর, একেবারে ঘরোয়া ভাবেই হয়েছিল সমগ্র অনুষ্টান। উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা। ২৫ বছর বয়সী অর্জুন একজন বাঁ-হাতি ফাস্ট বোলিং অলরাউন্ডার। তিনি ঘরোয়া ক্রিকেটে গোয়ার হয়ে খেলেন। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও ম্যাচ খেলেছেন তিনি। ২০২১ সাল থেকে আইপিএলে অর্জুন তেন্ডুলকার মুম্বই ইন্ডিয়ান্সে রয়েছেন। ২০২৩ সালে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বই ইন্ডিয়ান্সে অভিষেক করেছিলেন তিনি। অন্যদিকে মুম্বইয়ের অন্যতম বিখ্যাত ব্যবসায়ী পরিবারের সন্তান সানিয়া, লাইমলাইট থেকে দূরে থাকতেই পছন্দ করেন।
সানিয়া মুম্বইয়ের অন্যতম বিশিষ্ট ব্যবসায়িক পরিবারের সদস্য। তাঁর দাদু রবি ঘাই বহুল খ্যাতনামা ব্যবসায়ী। তিনি গ্র্যাভিস হসপিটালিটি লিমিটেডের চেয়ারম্যান। সানিয়া নিজে মুম্বই-ভিত্তিক মিস্টার পাজ পেট স্পা অ্যান্ড স্টোর এলএলপির (Mr. Paws Pet Spa & Store LLP) একজন অংশীদার এবং পরিচালক। টেন্ডুলকার বা ঘাই পরিবার উভয়ের কেউই এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।