বাংলাদেশের অনূর্ধ্ব–১৯ সাফ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক মারিয়া মান্দারের সঙ্গে এবার সচিন কথা বললেন খাঁটি বাংলায়। মারিয়া ভার্চ্যুয়াল আড্ডা দিলেন ক্রিকেট কিংবদন্তির সঙ্গে। বাংলাদেশের জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার মারিয়া মান্দার ভাবতেও পারেননি, সচিন তাঁর সঙ্গে হঠাত্ করে বাংলায় কথা বলবেন।
আরও পড়ুন- Hockey India : ফুটবলের মতই নির্বাসনের খাঁড়া ঝুলছে হকি এবং টেবিল টেনিসের ওপর! সামনে বড় বিপদ
advertisement
দক্ষিণ এশিয়ায় বিভিন্ন এশিয়ায় শিশুদের জন্য তহবিল সংগ্রহের কাজ করছেন সচিন। ইউনিসেফ-এর হয়ে তাঁর কাজের দুদশক পূর্ণ হবে এবার। বাংলাদেশের মারিয়া মান্দার ও ভারতীয় ফুটবলার অংশু কশ্যপের সঙ্গে ভার্চুয়াল আড্ডা দেন সচিন। ইউনিসেফের প্রতিনিধি হিসেবে হিসেবে এই দুজনের সঙ্গে কথা বলেন তিনি।
‘আমার নাম মারিয়া মান্দা।’ বাংলাদেশের ফুটবলারের মুখে এমন পরিচয় শুনে সচিন বলেন, ‘কেমন আছ মারিয়া?’। আর সেইসঙ্গে সচিনের মুখে লেগে ছিল সেই চিরাচরিত হাসি। উত্তরে মারিয়া বলেন, ‘আমি ভাল আছি। আপনি কেমন আছেন?’সচিন তাঁকে বলেন, ‘ভাল আছি। একদম ভাল আছি। তুমি সত্যিকারের চ্যাম্পিয়ন।’
এদিন ফুটবলারদের চাপ কাটিয়ে শারীরিক ও মানসিকভাবে ফিট থাকার উপায় বলে দেন সচিন। তিনি এদিন বলেন, ‘অতীতে যো তোমাদের সঙ্গে ঘটে গিয়েছে, সেটা ফিরে পাওয়া বা বদলানো সম্ভব নয়। ভবিষ্যতে কী হবে, সেটাও আমরা জানি না। তবে এই মুহূর্তে যা ঘটছে, অর্থাত্ যেটাকে বর্তমান বলে, সেটাই আমাদের হাতে রয়েছে। আর সেটাতেই জোর দিতে হবে।’
আরও পড়ুন- ‘‘সচিন সব জানে, কিন্তু আমি সাহয্যের আশা করি না’’, অর্থাভাবে ধুঁকছেন কাম্বলি, খুঁজছেন চাকরি
p style="text-align: justify;">সচিন এদিন ফুটবলারদের আরও বলেন, ‘আমাদের শরীরের ভারসাম্য ঠিক রাখার সঙ্গে খাদ্যাভ্যাসের সম্পর্ক আছে। তোমরা যেটা ইচ্ছা খেতে পারো। তবে যখন খুশি তখনই খেতে পারো না। স্বাস্থ্যই সম্পদ। সেটা ভুললে চলবে না। শরীর ঠিক না থাকলে কিছুই ভাল হবে না।