অর্জুন ও সানিয়ার বিয়ে নিয়ে এখন থেকেই দুই পরিবারে শুরু হয়ে গিয়েছে তোরজোর। উৎসবের আবহ দুই পরিবারে। তবে এরই মধ্যে খারাপ খবর পেলেন অর্জুন তেন্ডুলকর। যা তার ক্রিকেট কেরিয়ারে বড় ধাক্কা হিসেই দেখা হচ্ছে। আগামী ২৮ আগস্ট থেকে শুরু হচ্ছে দলীপ ট্রফি। অনেকেই আশা করেছিলেন এই টুর্নামেন্টের দলে সুযোগ পাবেন সচিন পুত্র। কিন্তু শেষ পর্যন্ত দলীপ ট্রফির দল থেকে বাদ পড়েছেন অর্জুন।
advertisement
গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা অর্জুনের নর্থ ইস্ট জোনের দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু তাকে দলীপ ট্রফির দলে উপেক্ষা করা হয়েছে। অর্জুন তেন্ডুলকার রনজি ট্রফির প্লেট গ্রুপে চারটি ম্যাচে ১৬টি উইকেট নিয়েছিলেন। গোয়া প্লেট বিভাগে চ্যাম্পিয়ন হয়। মনে করা হয়েছিল এমন পারফরম্যান্সের পর দলীপে জায়গা পাবেন অর্জুন তেন্ডুলকর। যা আদতে হল না।
আরও পড়ুনঃ Virat Kohli: লন্ডনের রাস্তায় এ কী অবস্থা কোহলির! ব্যাটের বদলে হাতে কী? ভাইরাল ভিডিও
প্রসঙ্গত, প্রথম শ্রেণির ক্রিকেটে গোয়ার হয়ে স্মরণীয় অভিষেক করেছিলেন অর্জুন তেন্ডুলকর। ডিসেম্বর ২০২৩-এ নিজের প্রথম ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তার ঝুলিতে আছে ৩৭টি উইকেট এবং ৫৩২ রান। ২০২২ সালের নভেম্বরে তিনি গোয়ার হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক করেন এবং ১৮টি ম্যাচে ২৫টি উইকেট ও ১০২ রান করেন। টি-টোয়েন্টিতে তিনি প্রথমে মুম্বইয়ের হয়ে খেলেছিলেন, এরপর গোয়ায় চলে যান। আইপিএলে তিনি মুম্বই ইন্ডিয়ান্স দলের অংশ এবং ২০২১ সাল থেকে এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত রয়েছেন।