কঠিন মুহূর্তে স্নায়ুর চাপ সামলে সেরাটা উজাড় করে দেওয়া মুখের কথা নয়। তাই সাফ ফাইনালে কুয়েতের বিরুদ্ধে সুনীল ছেত্রী এবং ভারতীয় দলকে বাঘের মতো লড়াই করতে দেখে সচিন তেন্ডুলকর আর নিজেকে চেপে রাখতে পারেননি। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে হার না মানা মনোভাবে দীক্ষিত গোটা দল। সাডেন ডেথে কুয়েতের ক্যাপ্টেনের শট আটকে দেন গুরপ্রীত সিং সান্ধু।
advertisement
ম্যাচের ফলাফল যে কোনও দিকে গড়াতে পারত। ভারতীয় দলের শেষ পর্যন্ত লড়াই করার মানসিকতা সাধারণ ফুটবলপ্রেমী থেকে ক্রীড়াবিদদের মন জয় করে নিয়েছে। ২২ গজের ‘ভগবান’ ও প্রশংসা না করে থাকতে পারেননি। তবে ভারতীয় দলের মধ্যে লড়াই করার মানসিকতা সচিনকে মুগ্ধ করেছে।
তবে এই লড়াই জারি রাখতে হবে জানিয়ে দিয়েছেন মাস্টার। সুনীল প্রায় কুড়ি বছর ধরে একাই বজায় রেখেছে ভারতের ফুটবলের সম্মান। কিন্তু এখন সাহেল, আশিক, থাপা, সন্দেশ একঝাঁক লড়াকু ফুটবলার উঠে এসেছে। ফলে ভারতীয় ফুটবলের ভবিষ্যত উজ্জ্বল।
এই বার্তা এইমাত্র এসেছে. আপনি News18 বাংলা ওয়েবসাইটের মাধ্যমে খুব দ্রুত পেতে এবং পড়তে পারেন। আমরা আরও তথ্য পাওয়ার সাথে সাথে আমরা এই পোস্টটি আপডেট করব। অবিলম্বে সব খবর এবং আপডেট পেতে আমাদের সাথে সংযুক্ত থাকুন. আগে সব খবর পান