এবারের গণপতি দর্শন তেন্ডুলকর পরিবারের কাছে ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ সম্প্রতি অর্জুন তেন্ডুলকর আলোচনায় রয়েছেন তার বাগদানকে কেন্দ্র করে। সচিন পুত্র অর্জুন সম্প্রতি সানিয়া চাঁদোকের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন। এই দিন মণ্ডপে অর্জুনও বাবার মতো একটি বাদামি কুর্তা পরে উপস্থিত হন এবং পরিবারের সঙ্গে প্রার্থনায় অংশ নেন। তার এই ব্যক্তিগত আনন্দঘন মুহূর্ত আর ক্রিকেটজীবনের অগ্রগতির খবরে ভক্তরা ভীষণ উৎসাহিত।
advertisement
বাগদানের খবরটি প্রথমে গুজব হিসেবে ছড়ালেও, পরে সচিন নিজেই একটি Reddit “Ask Me Anything” সেশনে নিশ্চিত করেন যে, “হ্যাঁ, ও বাগদান করেছে এবং আমরা সবাই খুবই রোমাঞ্চিত এই নতুন অধ্যায়ের জন্য।” বাগদান অনুষ্ঠানটি ১৩ আগস্ট একটি ঘনিষ্ঠ পারিবারিক পরিবেশে সম্পন্ন হয়, যেখানে কাছের আত্মীয় ও বন্ধুরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ Mohammed Shami: এশিয়া কাপের আগে ‘বোমা’ ফাটালেন শামি! বড় কথা বলে দিলেন তারকা পেসার
সানিয়া চাঁদোক একজন সম্ভ্রান্ত ব্যবসায়ী পরিবারের সদস্য। তিনি রবি ঘাইয়ের নাতনী। অর্জুন এখনও তার বাগদান নিয়ে সামাজিক মাধ্যমে কিছু প্রকাশ করেননি। তার সর্বশেষ পোস্ট ছিল ৯ আগস্ট, যেখানে তিনি রাখি উপলক্ষে বোন সারাকে শুভেচ্ছা জানান। পরিবার থেকে এখনো পর্যন্ত বিয়ের তারিখ বা পরিকল্পনা জানানো হয়নি।