TRENDING:

Sachin Tendulkar : সযত্নে কুড়িয়ে নিলেন পড়ে থাকা পাপড়ি, মায়ের নির্দেশ মেনে গণেশ চতুর্থী পালন সচিনের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : মহাতারকা হয়ে যাওয়ার পরও ভুলে যাননি মধ্যবিত্ত মূল্যবোধগুলি ৷ সে ছবি আরও একবার ধরা পড়ল সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) জীবনদর্শনে ৷ গণেশ চতুর্থী (Ganesh Chaturthi) উপলক্ষে মায়ের নির্দেশ অনুসরণ করে ফুলের মালা দিয়ে সাজালেন বিগ্রহকে ৷ সামাজিক মাধ্যমে সেই ভিডিয়ো শেয়ার করেছেন মাস্টারব্লাস্টার ৷ শুধু গণপতি বিগ্রহই নয় ৷ তিনি একে একে সাজিয়ে দিলেন অন্যান্য দেবমূর্তিকেও ৷ উৎসর্গ করলেন পুষ্পার্ঘ্য ৷ তার পর প্রণাম করলেন ৷
advertisement

ভিডিয়োতে দেখা যাচ্ছে সচিন বাড়ির বিভিন্ন অংশে ফুল ও মালায় সাজাচ্ছেন দেববিগ্রহকে ৷ এমনকি, সাজাতে গিয়ে কোণে পরে থাকা ফুলের পাপড়িও তুলে নিলেন সযত্নে ৷ নেপথ্যে তাঁর মা (মরাঠিতে ‘আঈ’) রজনী তেন্ডুলকরের গলায় নির্দেশ শোনা যাচ্ছে ৷ কোন কোন দেববিগ্রহকে ফুল ও মালা দিয়ে সাজাতে হবে, বলে দিচ্ছেন তিনি ৷ ভিডিয়োর ক্যাপশনে সচিন লিখেছেন, ‘‘গণেশ চতুর্থীর পুণ্য দিনে গণপতি এবং অন্যান্য দেবদেবীকে ফুল উৎসর্গ করছি ৷ আঈ-এর নির্দেশ অনুসরণ করে৷’’ ‘গণপতি বাপ্পা মোরয়া’ বলে সকলকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন তিনি ৷

advertisement

প্রতি বছরই গণপতি উৎসব পালনের ছবি বা ভিডিয়ো সামাজিক মাধ্যমে শেয়ার করেন সচিন ৷ এ বছর মায়ের নির্দেশ অনুসরণ করে বাড়ির দেববিগ্রহদের একে একে সাজিয়ে দেওয়া-এক অনন্য ঘরোয়া ও আন্তরিক মাত্রা যোগ করেছে তাঁর উদযাপনে ৷

আরও পড়ুন : সচিন ও রবিনার প্রোফাইলে গভীর জঙ্গলে শের খানের রয়্যাল বেঙ্গল রহস্য

advertisement

ক্রিকেটকে বিদায় জানানোর পর জীবনের দ্বিতীয় ইনিংসেও মাস্টারব্লাস্টার সমান জনপ্রিয় ৷ তিনি সামজিক মাধ্যমে তাঁর প্রোফাইলে বিভিন্ন প্রসঙ্গে পোস্ট করেন, বার্তা দেন ৷

অলিম্পিক ও প্যারালিম্পিকে পদকজয়ীদের শুভেচ্ছা জানিয়ে অভিনন্দিত করেছেন তিনি ৷ ক্রিকেট-সহ ক্রীড়া জগতের বিভিন্ন অংশে যাঁরা সাফল্য পান, তাঁদের কৃতিত্বকে কুর্নিশ জানান তিনি ৷

আরও পড়ুন : তিনি ‘সব্যসাচী’, বললেন সচিন তেন্ডুলকর

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এ ছাড়াও সচেতনতামূলক বিভিন্ন বার্তাও থাকে তাঁর তরফে ৷ কিছু দিন আগে ১৩ অগাস্ট বিশ্ব বাঁ হাতি দিবসে তিনি নিজেকে ‘অ্যাম্বিডেক্সট্রাস’ বা সব্যসাচী বলে গল্ফ খেলার ভিডিয়ো পোস্ট করেন ৷ বন্যপ্রাণ ও পশুপ্রাণী নিয়ে তাঁর চিন্তাভাবনাও নেটিজেনদের বাহবা কুড়িয়ে নেয় ৷ আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসে তিনি শেয়ার করেছিলেন তাঁর অরণ্যসাফারির ছবি ৷ বছর দুয়েক আগে তীব্র গরমে তাঁর বাড়িতে আশ্রয় নেওয়া আহত চিলের শুশ্রূষার ভিডিয়োও মন জয় করে নিয়েছিল নেটদুনিয়ার ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Sachin Tendulkar : সযত্নে কুড়িয়ে নিলেন পড়ে থাকা পাপড়ি, মায়ের নির্দেশ মেনে গণেশ চতুর্থী পালন সচিনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল