ট্রেলর লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সচিন তেণ্ডুলকর, সনথ জয়সূর্ষ এবং মুথাইয়া মুরলীধরণ সহ আরও অনেকে। দীর্ঘ দিন পর একসঙ্গে দেখা গেল তিনজনকে। আগেই জানানো হয়েছিল ৫ সেপ্টেম্বর ট্রেলর মুক্তি পেতে চলেছে মুরলীধরনের বায়োপিকের। বাণিজ্য নগরী মুম্বইতে একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়ে ‘৮০০’ ট্রেলার লঞ্চের জন্য।
বিশ্বের সর্বকালের সফলতম বোলার শ্রীলঙ্কার মুত্তিয়া মুরলীধরনের বায়োপিক মুক্তি পেতে চলেছে ৬ অক্টোবর। তখন ক্রিকেট বিশ্বকাপের শুরু হয়ে যাবে। ৮০০-এর ট্রেলার হিন্দি-সহ পাঁচটি ভাষায় লঞ্চ করা হয়েছে। একাধিক ভাষাত মুক্তিও পাবে সিনেমাটি। মুরলীধরনের চরিত্রে অভিনয় করবেন মধুর মিত্তল। ট্রেলর লঞ্চের পর এবার শুধু বড় পর্দায় মুরলীধরনের বায়োপিক দেখার অপেক্ষা।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 05, 2023 8:38 PM IST