TRENDING:

Surya Kumar: স্বয়ং সচিন এখন সূর্য কুমারের ভক্ত ! বিশেষ শট দেখে লাফিয়ে উঠলেন মাস্টার ব্লাস্টার

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: মাঝে হঠাৎ করেই সূর্য কুমার যাদবের ছন্দটা কেটে গিয়েছিল। পরপর বেশ কয়েকটা ম্যাচে রান করতে পারেননি। কিন্তু দিনের শেষে তিনি তো জাত ব্যাটসম্যান। তাই তিনি ফর্মে ফিরবেন তাতে সন্দেহ ছিল না এক ফোঁটা। আগের ম্যাচেই বিরাট কোহলির বেঙ্গালুরুর বিরুদ্ধে ৮৩ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন। সেদিন পরিষ্কার হয়ে গিয়েছিল নিজের চেনা ফর্ম ফিরে পেয়েছেন তিনি। এবার বোলারদের কপালে আরো দুঃখ আছে।
সচিনকেও ফ্যান বানিয়েছেন সূর্য
সচিনকেও ফ্যান বানিয়েছেন সূর্য
advertisement

আর শুক্রবার রাতে মুম্বইয়ের মাঠে গুজরাতের বোলারদের নিয়ে ছেলে খেলা করলেন সূর্য কুমার। আইপিএলে প্রথম সেঞ্চুরি। একাধিক দেখার মত শট, শক্তি এবং টাইমিং এর মিশেল – কী ছিল না তার খেলায়। সূর্য কুমারের অসাধারণ ইনিংসের প্রশংসা করেছেন সচিন তেন্ডুলকর। সোশ্যাল মিডিয়া তিনি লিখেছেন সূর্য বেশ কয়েকটা দুর্দান্ত শট খেলেছে। তবে আমার কাছে সেরা শামির বলে থার্ড ম্যানের ওপর দিয়ে ছয়টা। এটা সকলের পক্ষে সম্ভব নয়।

advertisement

শেষ মুহূর্তে ব্যাটের ব্লেড ঘুরিয়ে দিয়ে এমন শট খেলা প্রচণ্ড কঠিন। আমি মুগ্ধ হয়ে গিয়েছি। এই কারণেই সূর্য কুমার স্পেশাল। ম্যাচ চলাকালীন দেখা গিয়েছিল পাশে বসা পীযূষ চাওলাকে সূর্য কুমারের ওই শট ব্যাখ্যা করছেন সচিন। দেখেই মনে হচ্ছিল প্রচন্ড উত্তেজিত মাস্টার ব্লাস্টার। পরে ইংল্যান্ডের বিখ্যাত ব্যাটসম্যান কেভিন পিটারসেন জানিয়েছেন স্বয়ং সচিন যখন কোনও শটের প্রশংসা করেন তখন তার গুরুত্ব আলাদা সেটা বুঝতে হবে।

advertisement

মাস্টার ব্লাস্টারকে খুশি করা এত সহজ নয়। কে পি জানিয়েছেন শুধু সংখ্যা বা পরিসংখ্যান দিয়ে সূর্য কুমারের ব্যাখ্যা করলে হবে না। এরকম ব্যাটসম্যান এই মুহূর্তে ক্রিকেট দুনিয়ায় দ্বিতীয় কেউ নেই। পাকিস্তানের বাবর, ইংল্যান্ডের ব্রুক বা অস্ট্রেলিয়ার মিচেল মার্শকে মাথায় রেখেও এরকম বলছেন তিনি।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আর যাকে নিয়ে এত হইচই, সেই সূর্য কুমার বলছেন তিনি নিজে খুশি মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচটা জিততে পেরেছে বলে। তিনি নিজের রান করেছেন এটাও একটা বড় পাওনা। তবে আসল লক্ষ্য আইপিএল চ্যাম্পিয়ন হওয়া। সেটা যদি হয় তবেই নিজেকে সফল মনে করবেন।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Surya Kumar: স্বয়ং সচিন এখন সূর্য কুমারের ভক্ত ! বিশেষ শট দেখে লাফিয়ে উঠলেন মাস্টার ব্লাস্টার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল