নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সচিন তেন্ডুলকরের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন সঞ্জয় দত্ত। ছবিতে শেরওয়ানি পরে রয়েছেন সচিন তেন্ডুলকর। সঞ্জয় দত্তকে কুর্তা পরিহিত নিজস্ব স্টাইলে দেখা গিয়েছে। সচিন তেন্ডুলকরের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন সঞ্জয় দত্ত।
সচিনের সঙ্গে দীর্ঘ দিন পর দেখা হওয়ায় কতটা খুশি হয়েছেন সঞ্জয় দত্ত, তা পোস্টের ক্যাপশন থেকেই পরিষ্কার। ক্যাপশনে সঞ্জয় দত্ত লিখেছেন,”প্রিয় সচিন, এতদিন পর তোমার সঙ্গে দেখা করাটা আশ্চর্যজনক অনুঙূতি ছিল। তোমার পরিবারের সঙ্গেও দেখা করতে পেরে ভালো লাগলো। আপনি একজন কিংবদন্তি এবং সবসময় তাই থাকবেন।”
advertisement
আরও পড়ুনঃ KKR Team News: এবার আইপিএল জিতবে কেকেআর? তৈরি গম্ভীরের মাস্টার প্ল্যান! জানুন বিস্তারিত
সম্প্রতি পরিবার সহ কাশ্মীরে ঘুড়তে গিয়েছিলেন ক্রিকেট কিংবদন্তী সচিন তেন্ডুলকর। ভূ-স্বর্গের নানা মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন মাস্টার ব্লাস্টার। এবার সচিন তেন্ডুলকর ও সঞ্জয় দত্তের এই ছবিটিও নেট দুনিয়ায় ঝড় তুলেছে। লাইক ও কমেন্টের বন্যায় ভেসে গিয়েছেন মাস্টার ব্লাস্টার ও সঞ্জু বাবা।