TRENDING:

অনন্ত-রাধিকার প্রি ওয়েডিংয়ে বহু দিন পর দেখা, সচিন তেন্ডুলকরকে আবেগভরা বার্তা সঞ্জয় দত্তের

Last Updated:

Sachin Tendulkar: গুজরাতের জামতারায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিংয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রের খ্যাতনামারা। সেখানেই দেখা সচিন তেন্ডুলকর ও সঞ্জয় দত্তের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুজরাতের জামতারায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিংয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রের খ্যাতনামারা। সেখানই দীর্ঘ দিন পর দেখা হয়ে ক্রিকেট কিংবদন্তী সচিন তেন্ডুলকর ও বলিউড স্টার সঞ্জয় দত্তের।
advertisement

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সচিন তেন্ডুলকরের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন সঞ্জয় দত্ত। ছবিতে শেরওয়ানি পরে রয়েছেন সচিন তেন্ডুলকর। সঞ্জয় দত্তকে কুর্তা পরিহিত নিজস্ব স্টাইলে দেখা গিয়েছে। সচিন তেন্ডুলকরের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন সঞ্জয় দত্ত।

সচিনের সঙ্গে দীর্ঘ দিন পর দেখা হওয়ায় কতটা খুশি হয়েছেন সঞ্জয় দত্ত, তা পোস্টের ক্যাপশন থেকেই পরিষ্কার। ক্যাপশনে সঞ্জয় দত্ত লিখেছেন,”প্রিয় সচিন, এতদিন পর তোমার সঙ্গে দেখা করাটা আশ্চর্যজনক অনুঙূতি ছিল। তোমার পরিবারের সঙ্গেও দেখা করতে পেরে ভালো লাগলো। আপনি একজন কিংবদন্তি এবং সবসময় তাই থাকবেন।”

advertisement

আরও পড়ুনঃ KKR Team News: এবার আইপিএল জিতবে কেকেআর? তৈরি গম্ভীরের মাস্টার প্ল্যান! জানুন বিস্তারিত

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

সম্প্রতি পরিবার সহ কাশ্মীরে ঘুড়তে গিয়েছিলেন ক্রিকেট কিংবদন্তী সচিন তেন্ডুলকর। ভূ-স্বর্গের নানা মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন মাস্টার ব্লাস্টার। এবার সচিন তেন্ডুলকর ও সঞ্জয় দত্তের এই ছবিটিও নেট দুনিয়ায় ঝড় তুলেছে। লাইক ও কমেন্টের বন্যায় ভেসে গিয়েছেন মাস্টার ব্লাস্টার ও সঞ্জু বাবা।

বাংলা খবর/ খবর/খেলা/
অনন্ত-রাধিকার প্রি ওয়েডিংয়ে বহু দিন পর দেখা, সচিন তেন্ডুলকরকে আবেগভরা বার্তা সঞ্জয় দত্তের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল