আরও পড়ুন– লিভ ইন করতেন, সবাই বলত ‘দুজনকে একই রকম দেখতে’, ডিএনএ টেস্ট করাতেই মাথায় হাত দম্পতির
দু’জনেই এসেছিলেন অনুষ্ঠানে। কাম্বলির হাত ধরে বেশ কিছু ক্ষণ কথা বলেন সচিন। অনুষ্ঠানে একটি পুরনো হিন্দি ছবির গানও করেন বিনোদ কাম্বলি ৷ ‘সর জো তেরা চকরায়ে, এয়া দিল ডুবা জায়ে…’ গানে অনুষ্ঠান মাতিয়ে দেন তিনি ৷ ছোটবেলার বন্ধুর গান শুনে হাততালি দিতেও দেখা যায় সচিনকে ৷ দু’জনের কথা বলার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷
advertisement
কিছু দিন আগে কাম্বলির একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা গিয়েছিল, প্রাক্তন ক্রিকেটার ঠিক মতো হাঁটতেই পারছেন না। দেখে ভালমতোই অসুস্থ মনে হয়েছিল কাম্বলিকে। ক্রিকেট খেলা দুই বন্ধুর একসঙ্গে শুরু হলেও অনেক আগেই হারিয়ে যান কাম্বলি ৷ আন্তর্জাতিক ক্রিকেটে শুরুটা ভাল করলেও নিজেকে ধরে রাখতে পারেননি তিনি।
একসময় দুই বন্ধুর মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে যায়। তারপর আর একসঙ্গে দেখা যায়নি দুই তারকা ক্রিকেটারকে। দীর্ঘ বছর পর নিজের দুই প্রিয় ছাত্রকে মেলেলেন গুরু আচরেকর।