অলিম্পিকে অংশগ্রহণ করার সুযোগ না পেলেও কমনওয়েলথ গেমসে খেলার অভিজ্ঞতা রয়েছে সচিনের ৷ তাই রিওর গেমস ভিলেজে ঢুকে আঠারো বছর আগের কুয়ালালামপুরের কথাই মনে পড়ে গেল তাঁর ৷ ওই গেমস বাকি ইভেন্টের সঙ্গে ছিল ক্রিকেটও ৷ ভারতীয় দলের অধিকাংশ সিনিয়র প্লেয়াররা গেমসে অংশগ্রহণ না করলেও সচিন ছিলেন ওই দলে ৷ তাই আবার গেমস ভিলেজে ঢুকে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন মাস্টার ব্লাস্টার ৷ সচিন বলেন, ‘‘গেমস ভিলেজে ঢোকার অনুভূতিটা অসাধারণ। কমনওয়েলথের স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। যে বার ভারতীয় ক্রিকেট টিমের সঙ্গে আমি কমনওয়েলথ গেমসে গিয়েছিলাম। দু’টো গেমসের মধ্যে তুলনা হয় না, কিন্তু যে স্পিরিট আর এনার্জি ’৯৮-এর কমনওয়েলথে দেখেছি, সেটা একই আছে। আবহটাও একই রকম।’’
advertisement
এদিনে ভিলেজে দীপা কর্মকার, দ্যুতি চাঁদ-সহ অনেক ভারতীয় অ্যাথলিটদের সঙ্গেই দেখা করেন সচিন ৷ ছবি তুলে তা পোস্টও করেন সোশ্যাল মিডিয়ায় ৷