TRENDING:

Russia FIFA suspension appeal : ফিফা এবং উয়েফার বিরুদ্ধে এবার আইনি লড়াইয়ের পথে রাশিয়ান ফুটবল ইউনিয়ন

Last Updated:

Russian Football Union to appeal in court of arbitration for sports against FIFA. ফিফা এবং উয়েফার বিরুদ্ধে আইনি পথে রাশিয়ান ফুটবল।এবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেন্ট পিটার্সবার্গে। সেটা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্যারিসে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফিফা এবং উয়েফার বিরুদ্ধে আইনি পথে রাশিয়ান ফুটবল
ফিফা এবং উয়েফার বিরুদ্ধে আইনি পথে রাশিয়ান ফুটবল
advertisement

আরও পড়ুন - Ashwin breaks Kapil Dev record : কপিল দেবের রেকর্ড ভেঙে অশ্বিন এখন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী

এক বিবৃতিতে আরএফইউ জানায়, রাশিয়ার পুরুষ ও নারী দলকে সবরকম প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিতের জন্য আমরা সিএএসে মামলা করব। বহিষ্কার ছাড়া অন্য কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা কখনও তারা (ফিফা এবং ইউয়েফা) ভাবেনি। রাশিয়ার সদস্যপদ বাতিল করার মতো কোনো আইনি অধিকার তাদের নেই। আগামী ২৪ মার্চ পোল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ প্লে-অফের বাছাইপর্বের সেমিফাইনাল ম্যাচ খেলার কথা রয়েছে রাশিয়ার।

advertisement

আরও পড়ুন - Ravindra Jadeja vs Sri Lanka : ব্যাটে, বলে শ্রীলঙ্কাকে ধ্বংস করেও উচ্ছ্বাসে ভাসতে রাজি নন রবীন্দ্র জাদেজা! কী বলছেন শুনুন

কিন্তু ফিফা তাদের বহিষ্কার করায় সেই ম্যাচ হওয়ার কোনো সম্ভাবনা নেই। যেখানে স্পোর্টসের মূলনীতির লঙ্ঘন হয়েছে বলে মনে করে রাশিয়ান ফুটবল সংস্থাটি। একই সঙ্গে মৌলিক অধিকার ক্ষুণ্নের দায়ে ফিফা ও উয়েফার বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলাও করবে আরএফইউ।

advertisement

কিন্তু মজার ব্যাপার হচ্ছে ফিফা এবং উয়েফা প্রথমেই রাশিয়াকে বিশ্বকাপ থেকে নির্বাসিত করার সিদ্ধান্ত নিতে রাজি ছিল না। সুইডেন, পোল্যান্ড, চেক রিপাবলিকদের মত দেশ স্পষ্ট জানিয়ে দেয় তারা রুশ দলের বিরুদ্ধে খেলবে না। নিউট্রাল মাঠেও নয়। তাছাড়া ইংল্যান্ড এবং ফ্রান্সের মত শক্তিশালী ফুটবল

ফেডারেশনগুলোর পরোক্ষ চাপ ছিল উয়েফার ওপর।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

উল্লেখ্য ২০১৮ বিশ্বকাপ সফলভাবে আয়োজন করেছিল রাশিয়া। এবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেন্ট পিটার্সবার্গে। সেটা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্যারিসে। এখানেই থেমে থাকেনি রুশ ফুটবল ইউনিয়ন। এই নিষেধাজ্ঞার কারণে রাশিয়ান ফুটবলের আর্থিক ক্ষতি মিটিয়ে দিতে বলেছে তারা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Russia FIFA suspension appeal : ফিফা এবং উয়েফার বিরুদ্ধে এবার আইনি লড়াইয়ের পথে রাশিয়ান ফুটবল ইউনিয়ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল