ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় আরসিবি। ঠান্ডা মাথায় শুরুটা ভালই করে দুই আরসিবি ওপেনার যশস্বী জয়সওয়াল ও সঞ্জু স্যামসন। ৪৯ রানের পার্টনারশিপ করেন দুজনে। তবে খুব বেশি গতিতে রান তুলতে পারেনি দুজন। সঞ্জু ১৫ রানে ফিরলেও নিজের ইনিংস চালিয়ে যান যশস্বী। রিয়ান পরাগের সঙ্গে অর্ধশতরানের পার্টনারশিপ করেন জয়সওয়াল। নিজের হাফ সেঞ্চুরিও পূরণ করেন। বেশ কিছু অনবদ্য শট খেলেন যশস্বী জয়সওয়াল।
advertisement
আরও পড়ুনঃ ভারতের তারকা ওপেনারের জীবনে নতুন প্রেম! এবার প্রেমিকার সঙ্গে ভাইরাল ভিডিও! দেখে নিন
শেষ পর্যন্ত ৪৭ বলে ৭৫ রানের ইনিংস খেলে আউট হন যশস্বী জয়সওয়াল। ১০টি চার ও ২টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। রাজস্থানের ইনিংসে শেষের দিকে ঝোড়ো ব্যাটিং করে দলকে লড়াই করার মত জায়গায় পৌছে দেন ধ্রুব জুরেল। শিমরন হেটমায়ার ৯ রান করে আউট হন। ২৩ বলে ৩৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন ধ্রুব জুরেল। শেষ বলে চার মারেন নীতিশ রানা। জয়ের জন্য আরসিবির টার্গেট ১৭৪।