ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় আরসিবি। ঠান্ডা মাথায় শুরুটা ভালই করে দুই আরসিবি ওপেনার যশস্বী জয়সওয়াল ও সঞ্জু স্যামসন। ৪৯ রানের পার্টনারশিপ করেন দুজনে। তবে খুব বেশি গতিতে রান তুলতে পারেনি দুজন। সঞ্জু ১৫ রানে ফিরলেও নিজের ইনিংস চালিয়ে যান যশস্বী। রিয়ান পরাগের সঙ্গে অর্ধশতরানের পার্টনারশিপ করেন জয়সওয়াল। নিজের হাফ সেঞ্চুরিও পূরণ করেন। বেশ কিছু অনবদ্য শট খেলেন যশস্বী জয়সওয়াল।
advertisement
শেষ পর্যন্ত ৪৭ বলে ৭৫ রানের ইনিংস খেলে আউট হন যশস্বী জয়সওয়াল। ১০টি চার ও ২টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। রাজস্থানের ইনিংসে শেষের দিকে ঝোড়ো ব্যাটিং করে দলকে লড়াই করার মত জায়গায় পৌছে দেন ধ্রুব জুরেল। শিমরন হেটমায়ার ৯ রান করে আউট হন। ২৩ বলে ৩৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন ধ্রুব জুরেল। শেষ বলে চার মারেন নীতিশ রানা। জয়ের জন্য আরসিবির টার্গেট ১৭৪।
রান তাড়া করতে ওপেনিং জুটিতে দুরন্ত শুরু করেন আরসিবির বিরাট কোহলি ও ফিল সল্ট। প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেন দুজন। ওভার পিছু প্রায় ১০ গতিতে রান তুলতে থাকেন সল্ট ও কোহলি। বিশেষ করে রাজস্থান বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করেন সল্ট। ব্যক্তিগত অর্ধশতরানও করেন। শেষ পর্যন্ত নবম ওভারে ৯২ রানের ভাঙে ওপেনিং জুটি। ৩৩ বলে ৬৫ রানের ইনিংস খেলে আউট হন ফিল সল্ট।
আরও পড়ুনঃ ভারতের তারকা ওপেনারের জীবনে নতুন প্রেম! এবার প্রেমিকার সঙ্গে ভাইরাল ভিডিও!
এরপর বিরাট কোহলিকে সঙ্গ দেন দেবদূত পাড়িক্কলকে। তাঁকে ছন্দে পাওয়া যায় এদিন। কোহলির সঙ্গে এগিয়ে নিয়ে যান দলের দলের স্কোর বোর্ড। অপরদিকে, প্রতিযোগিতায় ধারাবাহিকতা বজায় রেখে নিজের অর্ধশতরান পূরণ করেন বিরাট কোহলি। শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে ১ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌছে যায় আরসিবি। ৪৫ বলে ৬২ করে বিরাট কোহলি ও ২৮ বলে ৪০ করে দেবদূত পাড়িক্কল অপরাজিত থাকেন।