TRENDING:

চিন্নাস্বামীতে ‘ডেভিলিয়ার্স ধমাকা ’ ! ফাইনালে আরসিবি

Last Updated:

গুজরাত লায়ন্স : ১৫৮ (২০ ওভার ) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু : ১৫৯/৬ ( ২০ ওভার) ১০ বল বাকি থাকতেই ৪ উইকেটে ম্যাচ জিতে ফাইনালে আরসিবি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুজরাত লায়ন্স : ১৫৮ (২০ ওভার )
advertisement

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু : ১৫৯/৬ ( ২০ ওভার)

১০ বল বাকি থাকতেই ৪ উইকেটে ম্যাচ জিতে ফাইনালে আরসিবি

#বেঙ্গালুরু:  ‘সুপারম্যান’! এই একটা শব্দই একজন ক্রিকেটারের জন্য একেবারে আদর্শ ৷ তিনি দক্ষিণ আফ্রিকার নাগরিক এবং বিশ্ব ক্রিকেটের অত্যন্ত স্পেশ্যাল একজন ক্রিকেটার এবি ডেভিলিয়ার্স ৷ যাঁর কাছে হয়তো কোনও কিছুই অসম্ভব নয় ৷ দক্ষিণ আফ্রিকা হোক বা আরসিবি ৷ যে কোনও পরিস্থিতিতে নিজের দলকে জেতাতে তিনি একাই যথেষ্ট ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

চিন্নাস্বামীর উইকেটে টার্গেট মাত্র ১৫৯ রানের ৷  তাও আবার যে দলে রয়েছে বিরাট, গেইল, ডেভিলিয়ার্স, ওয়াটসনের মতো বিশ্বের তাবড়-তাবড় তারকা ব্যাটসম্যান ৷ তাঁদের জয়টা স্রেফ সময়ের অপেক্ষা বলে ধরেই নিয়েছিলেন আরসিবি সমর্থকরা ৷ কিন্তু রান তাড়া করতে নেমে শুরুতেই ছন্দপতন ! শূন্য রানে আউট দলের এক নম্বর ব্যাটসম্যান বিরাট কোহলি ৷ অধিনায়কের পিছন পিছন একে একে প্যাভিলিয়ানে ফিরলেন গেইল (৯), ওয়াটসন (১) এবং লোকেশ রাহুলও (০) ৷ ধবল কুলকার্নির আগুনে পেসে তখন টগবগ করে ফুটছে রায়না-বাহিনী ৷ কিছু সময় যেতে না যেতেই আউট সচিন বেবিও ৷ স্টুয়ার্ট বিনি (২১) ভালো শুরু করেও বড় রান করতে ব্যর্থ ৷ আরসিবি ৬ উইকেট হারিয়ে মাত্র ৬৮ ৷ বেঙ্গালুরুতে যে অঘটন ঘটছে, তা এতক্ষণে প্রায় সবাই নিশ্চিত ৷ বরং আরসিবি-র এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোটাই অলৌকিক ঘটনা হবে ৷ কিন্তু তাঁরা হয়তো প্রত্যেকেই ভুলে গিয়েছিলেন ক্রিজে তখনও রয়েছেন এবি ডেভিলিয়ার্স ৷ উইকেটের ওপ্রান্তে স্রেফ একজন কেউ ধরে রাখলেই এই পরিস্থিতি থেকেও তিনি ম্যাচ বের করতে পারেন ৷ গোটা বিশ্ব মঙ্গলবার এই প্রোটিয়া ব্যাটসম্যানের সেই অবিশ্বাস্য ব্যাটিংটাই উপভোগ করল ৷ ক্রিকেটের ভাষায় ‘অমর ইনিংস’ বলতে যা বোঝে, এদিন সেটাই করে দেখালেন এবিডি ৷ মাত্র ৪৭ বলে ৭৯ রান করে অপরাজিত থাকলেন ডেভিলিয়ার্স ৷ এই সুপারম্যানের ব্যাটে ভর করেই হারা ম্যাচও জিতে ফাইনালে প্রবেশ করল বিরাট অ্যান্ড কোম্পানি ৷ সাত নম্বরে নেমে এবিডি-কে যোগ্য সঙ্গত করলেন নাইট রাইডার্সের প্রাক্তন ইকবাল আবদুল্লা (৩৩) ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
চিন্নাস্বামীতে ‘ডেভিলিয়ার্স ধমাকা ’ ! ফাইনালে আরসিবি