আরও পড়ুন - হারের হ্যাটট্রিক নয়, নর্থ ইস্টকে হারিয়ে প্রথম তিন পয়েন্টের লক্ষ্যে ইস্টবেঙ্গল
দেশকে বিশ্বকাপ জেতানোই প্রধান লক্ষ্য। তবে এই নিয়ে বেশি কথা বলতে চাই না। প্রস্তুতি জোরকদমে হয়েছে। এবার প্রয়োজন সেরা পারফরম্যান্স মেলে ধরা। ডনের দেশে আসার আগে দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতেছে ভারত। এই প্রসঙ্গে হিটম্যানের মন্তব্য, ঘরের মাঠে দুই শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে সিরিজ জিতেছি। তবে অস্ট্রেলিয়ার পরিবেশে খেলাটা যথেষ্ট চ্যালেঞ্জিং।
advertisement
দলের অনেকেরই অতীতে এখানে খেলার অভিজ্ঞতা নেই। তাই পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে বেশ কিছুদিন আগেই অস্ট্রেলিয়া এসেছি আমরা। পারথে আমাদের প্রস্তুতি শিবিরও ভালো হয়েছে। যে কোনও টুর্নামেন্টের প্রথম ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। জিতলে মোমেন্টাম সেট হয়ে যায়। আর হারলে ঘুরে দাঁড়ানো কঠিন।
গত বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে হারের পর বিরাট কোহলির দল আর নিজেদের পারফরম্যান্স মেরামত করতে পারেনি। গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় ‘মেন ইন ব্লু’। এই প্রসঙ্গে রোহিতের মন্তব্য, ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ব্লকবাস্টার। অনুরাগীরা এরজন্য দীর্ঘ অপেক্ষা করে থাকেন। স্টেডিয়ামে বা বাইরে উত্তেজনার পরিবেশে তৈরি হয়। তবে সেই আবহে গা ভাসালে হবে না। আবেগ নিয়ন্ত্রণে রেখে সেরাটা উজাড় করে দিতে হবে।
ম্যাচ বাই ম্যাচ এগতে চাই। প্রতিটি ম্যাচই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। দলের প্রত্যেককে যে কোনও চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ নক-আউটে একটা খারাপ পারফরম্যান্স টুর্নামেন্ট থেকে ছিটকে দিতে পারে।