নভেম্বর ২০১৫-র পর তাঁর প্রথম রনজি ট্রফি ম্যাচে খেলবেন হিটম্যান৷ মুম্বইয়ের জন্য হিটম্যান ওপেনিংয়ের দায়িত্ব সামলালেও অধিনায়কের দায়িত্ব তিনি সামলাবেন না৷ করবেন কিন্তু মুম্বাইয়ের অধিনায়কত্ব করবেন না। তিনি যে অজিঙ্ক রাহানাকে জাতীয় দল থেকে লম্বা সময় আগেই বাতিল করে দিয়েছিলেন সেই অজিঙ্ক রাহানের অধিনায়কত্বেই খেলবেন। টেস্টে ক্রমাগত খারাপ পারফরম্যান্সের পর বিসিসিআই সমস্ত ক্রিকেটারদের জন্য ঘরোয়া ক্রিকেটে খেলা বাধ্যতামূলক করার মারাত্মক নিদান হেঁকেছে৷
advertisement
রোহিত শর্মার পাশাপাশি ভারতীয় দলের তরুণ প্রতিভাশালী ওপেনার যশস্বী জয়সওয়ালকেও এই ম্যাচের জন্য দলে রাখা হয়েছে। জয়সওয়াল শেষবার ২০২২ সালে রঞ্জি ট্রফি ম্যাচ খেলেছিলেন। পৃথ্বী শকে দলে জায়গা দেওয়া হয়নি। পৃথ্বী শেষবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মধ্যপ্রদেশের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনালে মুম্বইয়ের জন্য খেলেছিলেন। তাঁকে খারাপ পারফরম্যান্সের পর বিজয় হাজারে ট্রফি দল থেকে বাদ দেওয়া হয়েছিল। শ্রেয়স আইয়ার, শিভম দুবে এবং শার্দুল ঠাকুরও জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে রনজি ট্রফি ম্যাচে মুম্বইয়ের জার্সিতে খেলবেন৷
মুম্বইয়ের রনজি দল:
অজিঙ্ক রাহানে (অধিনায়ক), রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, আয়ুষ ম্হাত্রে, শ্রেয়স আইয়ার, সিদ্ধেশ লাড, শিভম দুবে, হার্দিক তামোরে (উইকেটকিপার), আকাশ আনন্দ (উইকেটকিপার), তনুষ কোটিয়ান, শামস মুলানি, হিমাংশু সিংহ, শার্দুল ঠাকুর, মোহিত অবস্থি, সিলভেস্টার ডিসুজা, রোয়স্টন ডায়াস, কর্ষ কোঠারি।
১২ বছর পর রনজি খেলবেন কোহলিও
রোহিত শর্মার পাশাপাশি ভারতীয় তারকা ব্যাটসম্যান বিরাট কোহলিও রনজি ট্রফিতে ফিরে আসতে চলেছেন। দিল্লির জন্য ২০১২-র পর প্রথমবার এই দুরন্ত ক্রিকেটার রনজি ট্রফি ম্যাচ খেলতে প্রস্তুত। ৩০ জানুয়ারি থেকে দিল্লিতে রেলওয়ের বিরুদ্ধে এলিট গ্রুপ ডি ম্যাচে বিরাট কোহলি খেলতে দেখা যাবে। কোহলিরও ঘাড়ে চোটের কারণে পড়েছে কারণ ২৩ জানুয়ারি থেকে রাজকোটে শুরু হওয়া সৌরাষ্ট্রের বিরুদ্ধে দিল্লির ম্যাচে তিনি খেলতে পারবেন না৷