বাউন্সি উইকেটে পুল এবং হুক শট মারার ক্ষেত্রে সঞ্জু আদর্শ ব্যাটসম্যান। ধরমশালায় দ্বিতীয় টি টোয়েন্টিতে সেটা কিছুটা হলেও প্রমাণ করেছেন তিনি।
রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়ার শক্তিশালী পারফরম্যান্স অব্যাহত রয়েছে। ইতিমধ্যেই নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের পরে এখন শ্রীলঙ্কাকে হারিয়েছে রোহিত বাহিনী। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতেছে টিম ইন্ডিয়া।
advertisement
এই ম্যাচের নায়ক ছিলেন শ্রেয়স আইয়ার ও রবীন্দ্র জাদেজা। তবে অধিনায়ক রোহিত শর্মা ম্যাচের পর সঞ্জু স্যামসনের প্রশংসা করলেন। এদিনের ম্যাচে স্যামসন দ্রুত ৩৯ রান করেন। দলে ফেরা সঞ্জু স্যামসনের প্রশংসা করে অধিনায়ক রোহিত শর্মা বলেন, আমাদের এই ব্যাটিং ইউনিটে অনেক প্রতিভা রয়েছে, আমরা তাদের সুযোগ দিতে থাকব, এটির সর্বোচ্চ ব্যবহার করা তাদের উপর থাকবে। আমি যা ভেবেছিলাম সঞ্জু তা করে দেখিয়েছে।
সে এই ইনিংসটিতে ভাল খেলে বুঝিয়েছেন তিনি কত ভাল খেলতে পারেন। এটি আপনার উপর নির্ভর করবে আপনি সুযোগটা কীভাবে নেবেন। এখানে অনেকেই খুব প্রতিভাশালী। তাদের কেবল সেখানে খেলা এবং নিজেদের প্রমাণ করার সুযোগ দরকার। সঞ্জু স্যামসন নিজে জানিয়েছেন প্রথমে টাইমিং করতে কিছুটা অসুবিধা হচ্ছিল তার। তাই ঠিক করেছিলেন ১০-১২ বল খেলার পর আক্রমণ করবেন।
অন্যদিক থেকে তাকে সাহস দিয়েছেন শ্রেয়স আইয়ার। তাই নিজের স্বাভাবিক খেলা কিছুটা হলেও তুলে ধরতে পেরেছেন। তবে বিনুরা ফার্নান্দো অসাধারণ ক্যাচ না ধরলে, সঞ্জু আরও বড় রানের ইনিংস খেলতে পারতেন। তবে সেটা নিয়ে মন খারাপ করছেন না। রবিবার ফের ব্যাট করার সুযোগ পেলে আবার এরকম ইনিংস খেলতে চান।