TRENDING:

Rohit Sharma: রোহিত শর্মা কি ভবিষ্যৎ দেখতে পান? এক যুগ আগে যা বলেছিলেন, মিলে গেল হুবহু

Last Updated:

Rohit Sharma s prediction made 13 years ago came true exactly: ভারতের ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শুভমান গিল। আসন্ন অস্ট্রেলিয়া সফরে রোহিত শর্মার জায়গায় গিলকেই নতুন নেতা বেছেছে বিসিসিআই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারতের ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শুভমান গিল। আসন্ন অস্ট্রেলিয়া সফরে রোহিত শর্মার জায়গায় গিলকেই নতুন নেতা বেছেছে বিসিসিআই। এর আগে ইংল্যান্ড সফরে টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে শুভমান গিলের। চলতি বছরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে চ্য়াম্পিয়ন করার পরও রোহিতকে নেতত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত অবাক করেছে অনেককেই।
News18
News18
advertisement

রোহিত অধিনায়কত্ব হারানোর পর, ২০১২ সালের একটি পুরোনো পোস্ট হঠাৎই ভাইরাল হয়ে পড়েছে। ওই পোস্টে রোহিত লিখেছিলেন, “এক যুগের অবসান (৪৫) এবং এক নতুন যুগের সূচনা (৭৭)…”। এখানে ৪৫ এবং ৭৭ নম্বর দুটি জার্সি নাম্বার—রোহিতের ৪৫ ও গিলের ৭৭। অনেকেই মনে করছেন, রোহিত যেন ভবিষ্যতে গিলের অধিনায়ক হওয়ার ইঙ্গিত আগেই দিয়ে ফেলেছিলেন।

advertisement

যদিও ওয়ানডে দলের নেতৃত্ব হারিয়েছেন, রোহিত শর্মা এখনও দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে থাকছেন। তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্কোয়াডে রয়েছেন, যা ১৯ অক্টোবর থেকে শুরু হবে। নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকার জানিয়েছেন, তিনটি ফরম্যাটে তিনজন অধিনায়ক রাখা বাস্তবসম্মত নয়। তাই টেস্ট দলের অধিনায়ক গিলকেই ওয়ানডের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও, আগামী বিশ্বকাপ সামনে রেখে একজনকে প্রস্তুত করার জন্য এখন থেকেই সময় দেওয়া জরুরি বলে মনে করেন তিনি।

advertisement

আরও পড়ুনঃ IND vs PAK: এবার পাকিস্তানকে নিয়ে ‘ছেলেখেলা’ করল ভারতের মেয়েরা! বিশ্বকাপে সহজ জয় টিম ইন্ডিয়ার

সেরা ভিডিও

আরও দেখুন
বাংলার প্রাচীন গৌড়ে সুলতানি আমলের সরাইখানার আজ মলিন মিনার, সাক্ষী বহু ইতিহাসের
আরও দেখুন

আগারকার আরও বলেন, ওয়ানডে ক্রিকেট বর্তমানে সবচেয়ে কম খেলা ফরম্যাট। ফলে পরবর্তী বিশ্বকাপের আগে নতুন অধিনায়ককে পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ দিতে হলে এখন থেকেই পরিকল্পনা করা দরকার। তিন ফরম্যাটে ভিন্ন ভিন্ন নেতৃত্ব কোচ ও টিম ম্যানেজমেন্টের জন্যও কষ্টসাধ্য হয়ে ওঠে, তাই এই সিদ্ধান্ত সময়োপযোগী ও বাস্তবধর্মী।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Rohit Sharma: রোহিত শর্মা কি ভবিষ্যৎ দেখতে পান? এক যুগ আগে যা বলেছিলেন, মিলে গেল হুবহু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল