রোহিত অধিনায়কত্ব হারানোর পর, ২০১২ সালের একটি পুরোনো পোস্ট হঠাৎই ভাইরাল হয়ে পড়েছে। ওই পোস্টে রোহিত লিখেছিলেন, “এক যুগের অবসান (৪৫) এবং এক নতুন যুগের সূচনা (৭৭)…”। এখানে ৪৫ এবং ৭৭ নম্বর দুটি জার্সি নাম্বার—রোহিতের ৪৫ ও গিলের ৭৭। অনেকেই মনে করছেন, রোহিত যেন ভবিষ্যতে গিলের অধিনায়ক হওয়ার ইঙ্গিত আগেই দিয়ে ফেলেছিলেন।
advertisement
যদিও ওয়ানডে দলের নেতৃত্ব হারিয়েছেন, রোহিত শর্মা এখনও দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে থাকছেন। তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্কোয়াডে রয়েছেন, যা ১৯ অক্টোবর থেকে শুরু হবে। নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকার জানিয়েছেন, তিনটি ফরম্যাটে তিনজন অধিনায়ক রাখা বাস্তবসম্মত নয়। তাই টেস্ট দলের অধিনায়ক গিলকেই ওয়ানডের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও, আগামী বিশ্বকাপ সামনে রেখে একজনকে প্রস্তুত করার জন্য এখন থেকেই সময় দেওয়া জরুরি বলে মনে করেন তিনি।
আরও পড়ুনঃ IND vs PAK: এবার পাকিস্তানকে নিয়ে ‘ছেলেখেলা’ করল ভারতের মেয়েরা! বিশ্বকাপে সহজ জয় টিম ইন্ডিয়ার
আগারকার আরও বলেন, ওয়ানডে ক্রিকেট বর্তমানে সবচেয়ে কম খেলা ফরম্যাট। ফলে পরবর্তী বিশ্বকাপের আগে নতুন অধিনায়ককে পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ দিতে হলে এখন থেকেই পরিকল্পনা করা দরকার। তিন ফরম্যাটে ভিন্ন ভিন্ন নেতৃত্ব কোচ ও টিম ম্যানেজমেন্টের জন্যও কষ্টসাধ্য হয়ে ওঠে, তাই এই সিদ্ধান্ত সময়োপযোগী ও বাস্তবধর্মী।