আসলে সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে গিয়েছিলেন ভারতীয় টি-২০ বিশ্বকাপ জয়ী দলের সদস্যরা। ছিলেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেল, শিবম দুবে ও অর্শদীপ সিং। শোতেই একটা সময় উপস্থিত ভারতীয় ক্রিকেটাররা অন্যান্য সতীর্থদের মিমিক্রি করে দেখাচ্ছিলেন। শিবম দুবেকে বিরাট কোহলির অভিনয় করে দেখাতে বলা হয়।
রোহিত শর্মা না দেখে একটি কার্ড তোলেন। সেখানে বিরাট কোহলির নাম লেখা। যা দেখেননি রোহিত। শিবম দুবেকে অভিনয় করে বোঝাতে হবে সেই ক্রিকেটারের নাম। শিবম দবে বিরাট কোহলির মত স্টাইলে ব্যাটিং করে দেখানোর চেষ্টা করেন। এছাড়া কোহলির হাঁটাচলাও মিমিক্রি করে দেখান শিবম দুবে। যা দেখে রোহিত বুঝে যান বিরাটের নকল করছেন দুবে। এরপরই রোহিত বলেন,ক্ষমা কর,’খুবই জঘন্য অভিনয় ছিল’।
advertisement
আরও পড়ুনঃ IPL 2025: ভারতের হয়ে খেলেছেন মাত্র একটি ম্যাচ, সেই প্লেয়ারই আইপিএল নিলামে পাবে রেকর্ড টাকা!
প্রসঙ্গত, মজাদার আড্ডায় টি-২০ বিশ্বকাপ জয়ের নানা মুহূর্ত শেয়ার করেন ভারতীয় ক্রিকেটার। তুলে ধরা হয় বিবিন্ন মজার কাহিনি। প্রসঙ্গত, জুন মাসে দক্ষিণ আফ্রিকাকে রুদ্ধশ্বাস ফাইনালে হারিয়ে দ্বিতীয়বারের জন্য টি-২০ বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া।
