এই জয়ে কোহলির হাফ সেঞ্চুরি গুরুত্বপূর্ণ হলেও শেষ ওভারে সূর্যকুমার যাদবের নেওয়া ক্যাচ ভারতের হয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
এবার একটি ভিডিও সামনে এসেছে যেখানে ওই ক্যাচের সময় রোহিত শর্মার প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সূর্য যখন এই দুর্দান্ত ক্যাচ নেওয়ার চেষ্টা করছিলেন, সেই সময় রোহিতের মুখ-চোখ দেখার মতো ছিল। রোহিতকে দেখে মনে হতে পারে যেন তাঁর নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছে!
advertisement
আরও পড়ুন- ‘ও যা ক্যাপ্টেন, নেপালও দলে নেবে না,’ এবার বোমা ফাটালেন শোয়েব
ভিডিওতে দেখা যায়, সূর্যকুমার ক্যাচ নেওয়ার সময় রোহিত তাঁর জায়গা থেকে নিচু হয়ে ক্যাচটি দেখতে শুরু করেন। রোহিতের অভিব্যক্তি দেখে অনুমান করা যায়, তিনি প্রচণ্ড টেনশনে ছিলেন। ভেবেছিলেন, মিলারের সেই শট ছক্কা হবে!
—- Polls module would be displayed here —-
শেষ পর্যন্ত ক্যাচ নিয়ে রোহিতকে স্বস্তি দেন সূর্য। ম্যাচে ৭৬ রানের ইনিংস খেলেছিলেন কোহলি। দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য বিরাটকে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয়েছিল।
আরও পড়ুন- দাড়ি কেটে শুধু গোঁফ, নতুন লুক পান্ডিয়ার! বিশ্বকাপ জিতে পেলেন বিরাট উপহার
সেদিন ভারতীয় বোলাররাও চমকপ্রদ বোলিং করেছিলেন। হার্দিক পান্ডিয়া ওই ম্যাচে তিন উইকেট নেন। এছাড়া বুমরাহ ২টি, আরশদীপ ২টি এবং অক্ষর প্যাটেল একটি উইকেট পান।