TRENDING:

বিরাটের থেকেও কোয়ালিটিতে রোহিত এগিয়ে ! অস্ট্রেলিয়ান তারকার বিরাট সার্টিফিকেট হিটম্যানকে

Last Updated:

Rohit Sharma is now a match winner in test cricket even bigger than Kohli. বিরাটের থেকেও কোয়ালিটিতে রোহিত এগিয়ে ! অস্ট্রেলিয়ান তারকার বিরাট সার্টিফিকেট হিটম্যানকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নাগপুর: বিরাট কোহলির টেস্ট ক্রিকেটের রান এবং সেঞ্চুরি রোহিত শর্মার থেকে অনেকটাই এগিয়ে। একদিনের ক্রিকেটে ও রান এবং সেঞ্চুরি বেশি কোহলির। কিন্তু শুধু পরিসংখ্যানের জন্যই বিরাট কোহলিকে ভারতের সেরা ব্যাটসম্যান বলতে চান না মার্ক ওয়া। প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা মনে করেন কোয়ালিটির দিক থেকে এগিয়ে রোহিত শর্মা।
বিরাটের থেকেও রোহিতকে বড় ম্যাচ উইনার তকমা
বিরাটের থেকেও রোহিতকে বড় ম্যাচ উইনার তকমা
advertisement

সাদা বলের ক্রিকেটে তো বটেই, গত সাড়ে তিন বছরে টেস্ট ক্রিকেটে ওপেন করার পর থেকে নিজের পারফরমেন্স অনেক উন্নত করেছেন বর্তমান ভারত অধিনায়ক। মার্ক ওয়া বলছেন নাগপুরে রোহিত শর্মার ব্যাটিং দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন তিনি। বিশেষ করে যেভাবে দায়িত্ব নিয়ে খেলেছেন রোহিত, সেটা এক কথায় অনবদ্য।

আরও পড়ুন - ৩ বছর পর ফের রঞ্জির ফাইনালে বাংলা, প্রদীপ্ত আকাশের দাপটে উড়ে গেল মধ্যপ্রদেশ

advertisement

গোটা ইনিংসে সেভাবে আউট হওয়ার সুযোগ দেননি। সিঙ্গল, ডবল নিয়েছেন। বড় শট খেলেছেন অনায়াসে। মাঠের বাইরে বল পাঠিয়েছেন দক্ষতার সঙ্গে। চেষ্টা করেছেন দীর্ঘক্ষণ টিকে থেকে এমন একটা প্লাটফর্ম তৈরি করতে যেখানে ভারত প্রবল চাপ তৈরি করে অস্ট্রেলিয়ার ওপর। মার্ক ওয়া মনে করেন রোহিত শর্মার টাইমিং এবং কবজির কাজ এই মুহূর্তে বিশ্বের খুব বেশি ব্যাটসম্যানের নেই। এমনকি বিরাট কোহলিরও নয়।

advertisement

ক্লাস ব্যাটসম্যান বলতে যা বোঝায় রোহিত সেটাই। কিন্তু টেস্ট ক্যারিয়ারে তার হিট করা শুরু অনেক পরে। কিন্তু এই মুহূর্তে জীবনের সেরা টাচ আছে তার খেলায়। শুধু দেশের মাটিতে নয়, বিদেশের মাটিতেও বিশেষ করে ইংল্যান্ডে মনে রাখার মত একটা সেঞ্চুরি করেছিলেন রোহিত। অধিনায়ক হওয়ার পর থেকে তিনি ব্যাটসম্যান হিসেবে আরও দায়িত্বশীল হয়ে উঠেছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

লম্বা ইনিংস খেলছেন, চেষ্টা করছেন নিজেই দায়িত্ব নিয়ে একটা গোটা দিন উইকেটে থাকার। এটাই প্রমাণ করে টেস্ট ব্যাটসম্যান হিসেবেও কতটা বদলে গিয়েছেন হিটম্যান। তাই শুধু পরিসংখ্যান দেখে বিরাট কোহলির পক্ষে ভোট দিতে রাজি নন মার্ক ওয়া।

বাংলা খবর/ খবর/খেলা/
বিরাটের থেকেও কোয়ালিটিতে রোহিত এগিয়ে ! অস্ট্রেলিয়ান তারকার বিরাট সার্টিফিকেট হিটম্যানকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল