সাদা বলের ক্রিকেটে তো বটেই, গত সাড়ে তিন বছরে টেস্ট ক্রিকেটে ওপেন করার পর থেকে নিজের পারফরমেন্স অনেক উন্নত করেছেন বর্তমান ভারত অধিনায়ক। মার্ক ওয়া বলছেন নাগপুরে রোহিত শর্মার ব্যাটিং দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন তিনি। বিশেষ করে যেভাবে দায়িত্ব নিয়ে খেলেছেন রোহিত, সেটা এক কথায় অনবদ্য।
আরও পড়ুন - ৩ বছর পর ফের রঞ্জির ফাইনালে বাংলা, প্রদীপ্ত আকাশের দাপটে উড়ে গেল মধ্যপ্রদেশ
advertisement
গোটা ইনিংসে সেভাবে আউট হওয়ার সুযোগ দেননি। সিঙ্গল, ডবল নিয়েছেন। বড় শট খেলেছেন অনায়াসে। মাঠের বাইরে বল পাঠিয়েছেন দক্ষতার সঙ্গে। চেষ্টা করেছেন দীর্ঘক্ষণ টিকে থেকে এমন একটা প্লাটফর্ম তৈরি করতে যেখানে ভারত প্রবল চাপ তৈরি করে অস্ট্রেলিয়ার ওপর। মার্ক ওয়া মনে করেন রোহিত শর্মার টাইমিং এবং কবজির কাজ এই মুহূর্তে বিশ্বের খুব বেশি ব্যাটসম্যানের নেই। এমনকি বিরাট কোহলিরও নয়।
ক্লাস ব্যাটসম্যান বলতে যা বোঝায় রোহিত সেটাই। কিন্তু টেস্ট ক্যারিয়ারে তার হিট করা শুরু অনেক পরে। কিন্তু এই মুহূর্তে জীবনের সেরা টাচ আছে তার খেলায়। শুধু দেশের মাটিতে নয়, বিদেশের মাটিতেও বিশেষ করে ইংল্যান্ডে মনে রাখার মত একটা সেঞ্চুরি করেছিলেন রোহিত। অধিনায়ক হওয়ার পর থেকে তিনি ব্যাটসম্যান হিসেবে আরও দায়িত্বশীল হয়ে উঠেছেন।
লম্বা ইনিংস খেলছেন, চেষ্টা করছেন নিজেই দায়িত্ব নিয়ে একটা গোটা দিন উইকেটে থাকার। এটাই প্রমাণ করে টেস্ট ব্যাটসম্যান হিসেবেও কতটা বদলে গিয়েছেন হিটম্যান। তাই শুধু পরিসংখ্যান দেখে বিরাট কোহলির পক্ষে ভোট দিতে রাজি নন মার্ক ওয়া।