আইপিএল দলে অধিনায়কত্ব হারালেও জাতীয় দলে নেতার ভূমিতকাতেই দেখা যাবে রোহিত শর্মাকে। টি-২০ বিশ্বকাপের আগে দলের ক্রিকেটেরদের উদ্দেশ্যে রোহিত শর্মা বলেছেন,”সব প্রতীপক্ষকেই সমান গুরুত্ব দিতে হবে। কোনও ম্যাচ হাল্কাভাবে নেওয়া যাবে না। সবাই দলের গুরুত্বপূর্ণ অংশ। সেটা সকলকে বুঝতে হবে। এটা নিশ্চিত করা আমারও দায়িত্ব।”
তবে শুধু অধিনায়কত্ব নয়,ব্যাটার হিসেবেও যে তাঁকে সাফল্য পেতে হবে আর সেটা দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেই কথাও বলেছেন রোহিত শর্মা। তিনি বলেছেন,”আমি বিশ্বাস করি, শুধু নেতৃত্বের জন্য প্রস্তুত হয়ে মাঠে নামলে হবে না। ক্রিকেটার হিসাবেও সঠিক প্রস্তুতি নিতে হবে। তার জন্য যতটা সম্ভব ঘাম ঝরাচ্ছি যাতে ম্যাচে নিজের সেরাটা দেওয়া যায়।” এমনিতেও আইপিএলে সেরা ফর্মে পাওয়া যায়নি হিটম্যানকে। ফলে টি-২০ বিশ্বকাপে রান পেতে মরিয়া রোহিত।
advertisement
প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে কতটা হোমওয়ার্ক করছেন সেটাও জানিয়েছেন ভারত অধিনায়ক। রোহিত শর্মা বলেছেন,”ম্যাচে নামার আগে প্রতিপক্ষের প্লেয়ারদের সম্পর্কে শক্তি-দুর্বলতা সবরকম তথ্য তৈরি রাখার চেষ্টা করি। মাঠ বা উইকেট সম্পর্কেও যতটা পারা যায় তথ্য রাখি। যাতে ম্যাচের সময় দরকার হলে সতীর্থদের সবরকমভাবে সাহায্য করতে পারি।”
প্রসঙ্গত, আগামী ২ জুন থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ ২০২৪। ৫ জুন আরাল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। ৯ জুন পাকিস্তানের বিরুদ্ধে মেগা ম্যাচ। টি-২০ বিশ্বকাপে দলের ভাল ফলের বিষয়ে আত্মবিশ্বাসী রোহিত শর্মা।