বিজ্ঞাপনটি সামনে আসার পর ঝড়ের মত তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ওডিআই ক্রিকেটে নিজের সর্বোচ্চ স্কোর ২৬৪ নাম্বার প্লেটের নীল রঙের ল্যাম্বরগিনি উরুস গাড়িটিই কি সত্যি দিয়ে দেবেন রোহিত শর্মা। এই বিষয়ে অনেকের মনে আশঙ্কাও ছিল। অনেকেই ভেবেছিল বিজ্ঞাপনে বললেও একই রঙের একই কোম্পানির অন্য গাড়ি দেওয়া হবে।
তবে রোহিতের কথার সঙ্গে একশো শতাংশ মিল দেখা গেল বাস্তবে। নিজের ২৬৪ নাম্বার প্লেটের গাড়িটিই ওই অনলাইন গেমিং সংস্থার বিজয়ীর হাতে তুলে দিলেন রোহিত শর্মা। বিজয়ীর হাতে রোহিত শর্মা গাড়ির চাবি তুলে দেওয়ার ভিডিও বর্তমানে ভাইরাল নেট দুনিয়ায়। বিজ্ঞাপনে রোহিত শর্মা বলেছেন গাড়িটি উপহার হিসেবে তুলে দিয়ে অটো করে বাড়ি ফিরবেন তিনি। যদিও বাড়ি ফেরার জন্য অটো ধরতে হয়নি রোহিতকে।
advertisement
আরও পড়ুনঃ MS Dhoni: পরের আইপিএলেও কি খেলবেন এমএস ধোনি? সাফ উত্তর দিলেন সিএসকে কোচ
প্রসঙ্গত, আইপিএলের মাঝেই হঠাৎই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে সকলকে চমকে দিয়েছেন রোহিত শর্মা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের অবসরের কথা জানান তিনি। টি-২০ থেকে বিশ্বকাপ জয়ের পরই অবসর নিয়েছিলেন হিটম্যান। তবে একদিনের ক্রিকেটে ভারতীয় দলের হয়ে নেতৃত্ব দিতে দেখা যাবে রোহিতকে।