লাগাতার ব্যাটে রানের খরা থাকায় তার দলে থাকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছিল ক্রিটিকসরা। বেশ কয়েকটি ম্যাচে ভাল শুরু করেও তা বড় রানে পরিণত করতে পারছিলেন না। সিএসকের বিরুদ্ধে ফিরতি লেগেরে ম্যাচে রান তাড়া করতে নেমে ৪৫ বলে ৭৬ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা। ম্যাচের সেরাও নির্বাচিত হন। তারপরই নতুন নাম পেলেন পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ক।
advertisement
সিএসকের বিরুদ্ধে ম্যাচ শেষে সাজঘরে রোহিত শর্মার ভূয়সী প্রশংসা করেন কোচ মাহেলা জয়াবর্ধনে। তিনি বলেছেন, প্রতিটি প্লেয়ারের জীবনে খারাপ সময় আসে। আমারও এসেছিল। এই সময় মাথার মধ্যে অনেক দৈত্য ঘোড়াফেরা করে। তাদেরকে হারানোটা খুব কঠিন। তবে রোহিত সেটা পেরেছে। আমি খুব খুশি ওর ব্যাটিং দেখে। রোহিত দুর্দান্ত খেলেছে। ও একজন ম্যাভেরিক।”
রোহিত শর্মাতে মাহেলা জয়াবর্ধনে ম্যাভেরিক বলার পর থেকেই জল্পনা শুরু হয়ে যায় এই শব্দের মানে কী? অভিধান অনুযায়ী ‘ম্যাভেরিক’ শব্দের অর্থ বাউন্ডুলে, যাযাবর, কারও বশবর্তী নয় এমন বা স্বাধীন। এই শব্দের মাধ্যমে রোহিতের ভয়ডরহীন ব্যাটিংকেই বোঝাতে চেয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স কোচ। এছাড়া সিএসকের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলার জন্য রোহিতকে একটি সান গ্লাস উপহার দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স দল।