TRENDING:

Rohit Sharma: নতুন নাম পেলেন রোহিত শর্মা! কী সেই নাম? কী তার মানে? জেনে নিন বিস্তারিত

Last Updated:

Rohit Sharma: সিএসকের বিরুদ্ধে ম্যাচ শেষে সাজঘরে রোহিত শর্মার ভূয়সী প্রশংসা করেন কোচ মাহেলা জয়াবর্ধনে। একইসঙ্গে রোহিতকে দেওয়া হয় একটি নতুন নাম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: চ্যাম্পিয়ন্স ট্রফিতে একের পর এক ইনিংসে বড় রান না আসায় প্রশ্নের মুখে পড়তে হয়েছিব রোহিত শর্মাকে। অবশেষে ফাইনালে ম্যাচ উইনিংস ইনিংস খেলে ও সেরা নির্বাচিত হয়ে সকল সমালোচকদের জবাব দিয়েছিলেন হিটম্যান। এবার আইপিএলের শুরু থেকে লাগাতার ব্যর্থতাই ছিল রোহিতের সঙ্গী। তবে সিএসকের বিরুদ্ধে অবশেষে রানে ফিরলেন রোহিত।
News18
News18
advertisement

লাগাতার ব্যাটে রানের খরা থাকায় তার দলে থাকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছিল ক্রিটিকসরা। বেশ কয়েকটি ম্যাচে ভাল শুরু করেও তা বড় রানে পরিণত করতে পারছিলেন না। সিএসকের বিরুদ্ধে ফিরতি লেগেরে ম্যাচে রান তাড়া করতে নেমে ৪৫ বলে ৭৬ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা। ম্যাচের সেরাও নির্বাচিত হন। তারপরই নতুন নাম পেলেন পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ক।

advertisement

সিএসকের বিরুদ্ধে ম্যাচ শেষে সাজঘরে রোহিত শর্মার ভূয়সী প্রশংসা করেন কোচ মাহেলা জয়াবর্ধনে। তিনি বলেছেন, প্রতিটি প্লেয়ারের জীবনে খারাপ সময় আসে। আমারও এসেছিল। এই সময় মাথার মধ্যে অনেক দৈত্য ঘোড়াফেরা করে। তাদেরকে হারানোটা খুব কঠিন। তবে রোহিত সেটা পেরেছে। আমি খুব খুশি ওর ব্যাটিং দেখে। রোহিত দুর্দান্ত খেলেছে। ও একজন ম্যাভেরিক।”

advertisement

আরও পড়ুনঃ KKR Playoffs Equation: কেকেআর আর একটি হারলেই সব শেষ! প্লে অফের আগেই বিদায় নেবে চ্যাম্পিয়নরা? কী বলছে পয়েন্ট টেবিলের অঙ্ক

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রোহিত শর্মাতে মাহেলা জয়াবর্ধনে ম্যাভেরিক বলার পর থেকেই জল্পনা শুরু হয়ে যায় এই শব্দের মানে কী? অভিধান অনুযায়ী ‘ম্যাভেরিক’ শব্দের অর্থ বাউন্ডুলে, যাযাবর, কারও বশবর্তী নয় এমন বা স্বাধীন। এই শব্দের মাধ্যমে রোহিতের ভয়ডরহীন ব্যাটিংকেই বোঝাতে চেয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স কোচ। এছাড়া সিএসকের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলার জন্য রোহিতকে একটি সান গ্লাস উপহার দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স দল।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Rohit Sharma: নতুন নাম পেলেন রোহিত শর্মা! কী সেই নাম? কী তার মানে? জেনে নিন বিস্তারিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল