এই জল্পনার মধ্য়েই উঠে এল নতুন নাম। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্য়মের খবর অনুযায়ী সবকিছু ঠিকঠাক থাকলে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের পরবর্তী সময়ে বিসিসিআই সভাপতির কুর্সিতে বসতে চলেছেন এক বিশ্বকাপ জয়ী। উঠে আসছে ১৯৮৩ সালে একদিনের ক্রিকেট বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য় রজার বিনি। ফলে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের ক্রিকেট প্রশাসনে ভবিষ্য়ৎ নিয়েও জল্পনা আরও বাড়ল।
advertisement
১৮ অক্টোবর ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচন। বিসিসিআই সূত্রে যা খবর তাতে দ্বিতীয়বারের জন্য় আর বিসিসিআই সভাপতি পদে প্রতীদ্বন্দ্বীতা করবেন না সৌরভ গঙ্গোপাধ্য়ায়। আর সভাপতি নয়, সচিব পদেই লড়বেন জয় শাহ। ইতিমধ্যেই বোর্ডের বার্ষিক সভায় অংশ নেওয়ার জন্য নাম পাঠাতে শুরু করে দিয়েছে রাজ্য সংস্থাগুলো। কর্ণাটক ক্রিকেট সংস্থা থেকে বোর্ডে আসতে চলেছেন রজার বিনি। সন্তোষ মেননের জায়গায় তাঁর নাম সুপারিশ করতে চলেছে কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের রায়ের পর সৌরভরা স্বস্তি পেলেও মনে করা হচ্ছে বিসিসিআই নয়, আইসিসির চেয়ারম্য়ান পদের জন্য় লড়াই করতে পারেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। কারণ ওই পদটিও খালি হচ্ছে। তবে সৌরভের আইসিসি চেয়ারম্য়ান পদে প্রতীদ্বন্দ্বীতা নিয়ে কোনও সরকারি ঘোষণা হয়নি। আইসিসির নির্বাচনে সৌরভ গঙ্গোপাধ্য়ায় আদৌ লড়াই করেন কিনা, রজার বিনি বিসিসিআইয়ের মসনদে আসেন কিনা তা জানার জন্য় আরও কয়েক দিন অপেক্ষা করতেই হচ্ছে সকলকে।