রজার বিনি (সভাপতি)- ভারতের হয়ে ২৭টি টেস্ট ও ৭২ টি একদিনের ম্যাচ খেলেছেন রজার বিনি। এছাড়াও ১৯৮৩ সালে ভারতের প্রথম একদিনের বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বিনি। প্রতিযোগিতায় ১৮টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হযছিলেন তিনি। এর আগে কর্ণটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের দায়িত্বে ছিলেন রজার বিনি। এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্ব সামলাবেন তিনি।
advertisement
রাজীব শুক্লা (সহ সভাপতি)- ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ সভাপতির পদে বহাল থেকে গেলেন রাজীব শুক্লা। বিসিসিআইয়ের প্রশাসনিক পদে দীর্ঘ দিনের অভিজ্ঞতা রয়েছে তার। এর আগে আইপিএলের চেয়ারম্যান পদেরও দায়িত্ব সামলেছেন রাজীব শুক্লা। মাঝে ২০১৩ সালে স্পট ফিক্সিং কাণ্ডে নাম জড়ানোয় পদত্যাগ করেছিলেন। ২০১৫ সালে ফের আইপিএল চেয়ারম্যান হন তিনি। এবার রাজার বিনির ডেপুটি হিসেবে দেখা যাবে তাকে।
জয় শাহ (সচিব)- ২০১৩ সাল থেকে ক্রিকেট প্রশাসনে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ। গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব পদ দিয়ে তার ক্রিকেট প্রশাসনে হাতে খরি। ২০১৫ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের অর্থ এবং বিপণন কমিটিতে যুক্ত হন। ২০১৯ সাল থেকে বিসিসিআই সচিব হিসেবে দায়িত্বভার সামলাচ্ছিলেন জয় শাহ। নিজের পদেই বহাল থাকলেন তিনি।
অরুণ ধুমল (আইপিএল চেয়ারম্যান)- বিসিসিআইয়ের নতুন প্যানেলে আইপিএল চেয়ারম্যানের মত বড় দায়িত্ব পেলেন অরুণ ধুমল। বিদায়ী বিসিসিআইয়ের বোর্ডে কোষাধ্যক্ষের দায়িত্বে ছিলেন অরুণ ধুমল। তিনি যে এবার বড় দায়িত্ব পেতে চেলছেন সেই আভাস আগে থেকেই পাওয়া গিয়েছিল।
আরও পড়ুনঃ আইসিসিতে সৌরভের জন্য কোনও সমর্থন নয়, সাফ জানিয়ে দিল বিসিসিআই
দেবজিৎ শইকিয়া (যুগ্ম সচিব)- ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রশাসনিক পদে প্রথমবার এলেন দেবজিৎ শইকিয়া। এর আগে অসম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব ছিলেন পেশায় আইনজীবি দেবজিৎ শইকিয়া। অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কায় আইনজীবীদের বিশ্বকাপ ক্রিকেটেও অংশ নিয়েছিলেন তিনি। নতুন দায়িত্বভার নিতে প্রস্তুত দেবজিৎ শইকিয়া।
আশিস শেলার (কোষাধ্যক্ষ)- ক্রিকেট প্রশাসনে অভিজ্ঞতা রযেছে বিসিসিআইয়ের নতুন কোষাধ্যক্ষ আশিস শেলারের। এর আগে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সহ সভাপতি ছিলেন তিনি। এছাড়া মহারাষ্ট্রের বিজেপি সভাপতি ও বিধায়কও তিনি। এবার আশিস শেলার সামলাবেন বিসিসিআইয়ের কোষাধ্যক্ষের দায়িত্ব।
