কঠোর নিরাপত্তা ভেঙে এভাবে একের পর এক দর্শক মাঠে কীভাবে ঢুকে পড়ছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ অনেকেই এই ধরনের ঘটনাকে সমর্থকদের পাগলামি বলে দাগিয়ে দেন, অনেকে আবার নিরাপত্তা নিয়ে উষ্মাপ্রকাশও করেন। প্রশ্ন ওঠে বর্ষাপাড়া স্টেডিয়ামের নিরাপত্তা নিয়েও।
advertisement
তবে কেউ কেউ আবার রিয়ান পরাগকেও এই নিয়ে ট্রোল করতে ছাড়েননি ৷ তাঁদের বক্তব্য, কোহলির ‘বিরাট’ ফ্যান থাকতেই পারে, কিন্তু তাই বলে রিয়ানের পা ছুঁতে দর্শক মাঠে ঢুকে পড়ছে, এমন ঘটনা রীতিমতো তাজ্জব করার মতো বিষয় ৷ নেটিজেনরা মজা করে লিখেছেন, ‘‘রিয়ান টাকা দিয়ে ভাড়া করে এনেছিলেন ওই ফ্যানকে ৷ ১০,০০০ টাকা দিয়ে ভাড়া করে এনেছিলেন !’’
আরও পড়ুন– কৃষকের ছেলে রাতারাতি কোটিপতি ! অ্যাকাউন্টে এল ১ কোটি টাকা, গোটা গ্রামে চলল মিষ্টি বিতরণ
গুয়াহাটির মাঠে ঢুকে ওই দর্শক রিয়ানের পা ছুঁতেই এরকম সব কটাক্ষ করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পুরোটাই ‘সাজানো ঘটনা’ বলে দাবি করেছেন নেটিজেনদের একাংশ। যদিও নেটিজেনদের একাংশ পালটা সমালোচকদের একহাত নিয়েছেন। তাঁদের বক্তব্য, অসমে রিয়ান সত্যিকারের একজন ‘হিরো’। গুয়াহাটি তাঁর ঘরের মাঠ ৷ তাই ওই ঘটনায় অস্বাভাবিক কিছু নেই।