TRENDING:

Rishabh Pant Viral Video: বিরাট কোহলি এখন কোণঠাসা, নতুন হিরো ঋষভ পন্থকে নিয়ে গান বাঁধলেন ফ্যানরা

Last Updated:

দ্য ভারত আর্মি এখন ক্রিকেট দুনিয়ায় দারুণ ফেমাস তাঁরাই বেঁধেছেন এই নতুন গান৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ম্যানচেস্টার: দিন কারোর সমান যায় না৷ যে বিরাট কোহলিকে নিয়ে বিস্তর নাচানাচি, যিনি নাকি এক ঝটকায় ভেঙে দেবেন ক্রিকেটের সব রেকর্ড, তাঁকে এখন প্রথম একাদশেও জায়গা দেওয়া হবে কিনা নিয়ে বোদ্ধাদের জোর জল্পনা৷ ঠিক তেমনিই ফ্যানরাও এখন ফ্লপ তারকাদের ভুলে গিয়ে নতুন পারফরমারদের নিয়ে একেবারে মাতোয়ারা৷ ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচে দিনের নায়ক ঋষভ পন্থ তা এখন সকলেরই জানা৷ তবে জানেন কি ভারতীয় ক্রিকেটের পিন আপ বয়কে নিয়ে রীতিমতো গান বেঁধে ফেলেছেন ভারতীয় ক্রিকেট ফ্যানরা৷ দ্য ভারত আর্মি এখন ক্রিকেট দুনিয়ায় দারুণ ফেমাস তাঁরাই বেঁধেছেন এই নতুন গান৷
Rishabh Pant Viral Video -Photo Courtesy- Twitter Video Grab
Rishabh Pant Viral Video -Photo Courtesy- Twitter Video Grab
advertisement

দ্য ভারত আর্মি এখন নতুন এক গান বেঁধেছে৷ পন্থের শতরানের ইনিংসে ভর দিয়ে শুধু ভারত বনাম ইংল্যান্ড একদিনের ম্যাচই নয় সিরিজও জিতেছিল টিম ইন্ডিয়া৷ স্টেডিয়ামে ভেতরে যখন ‘পন্থ পটাকা’, ঠিক তখনই গ্যালারিতে জোর গান৷ বাজছে ড্রাম, ঢোল -তার সঙ্গে ভারতীয় ফ্যানরা দুলে দুলে গলা ছেড়ে গান গেয়ে চলেছেন৷  এই গান বাকি ক্রিকেট ফ্যানদেরও দারুণ মনে ধরেছে৷ তাই ভাইরাল ভিডিও হয়ে গেছে নিমেষে৷

advertisement

আরও পড়ুন - Kolkata Police: স্টাইলটা পুরো জামতারা! কলকাতায় বসে কানাডার মহিলাকে প্রতারণা, লালবাজারের দারুণ সাফল্য

দেখে নিন ঋষভ পন্থকে নিয়ে বাঁধা গানের ভাইরাল ভি়ডিও (Viral Video)

advertisement

গানের কথা হল ‘‘উই হ্যাভ গট ঋষভ পন্থ’’ অর্থাৎ আমরা ঋষভ পন্থকে পেয়ে গেছি৷  ২৪ বছরের ঋষভ পন্থকে নিয়ে এই গান শোনা গেছে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে৷ সিরিজ নির্ণায়ক ওয়ান ডেতে ৫ উইকেটে জয় হাসিল করেছে তারা৷ এদিনের ম্যাচে ইংল্যান্ড দল ৪৫.৫ ওভারে ২৫৯ রান করতে পেরেছিল৷  তারা অল আউট হয়ে গিয়েছিল৷ এরপর ভারতের হয়ে ঋষভ পন্থ ও হার্দিক পান্ডিয়া কামাল করে দেয়৷ তাদের দাপটে ৪২.১ ওভারে ৫ উইকেট খুইয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া৷

advertisement

আরও পড়ুন - Weather Update: বেলা বাড়লেই কলকাতা ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভবনা প্রবল, উত্তরে মারাত্মক বৃষ্টিই চলবে, এক ক্লিকে ওয়েদার আপডেট

ঋষভ পন্থ ১১৩ বলে ১২৫ রান করেছিলেন৷ তাঁর ইনিংস সাজানো ছিল ১৬ টি চার এবং ২ টি ছয় দিয়ে৷  হার্দিক পান্ডিয়া ৭১ রান করেন৷ পঞ্চম উইকেটে এই জুটি ১৩৩ রান করেন৷ পান্ডিয়া ৫৫ বলে ১০ টি চারের সঙ্গে৷ এক ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড পছন্দ করা হচ্ছে৷ এতে পন্থের গান বানিয়ে কিছু ফ্যান স্টেডিয়ামে নাচতে শুরু করেন৷ ঢোল নাগাড়ার সঙ্গে ডান্স করতে দেখা যায়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

ভারত ওয়ান ডে তে ২-১ সিরিজ জেতার আগে টি টোয়েন্টিতে ২-১ সিরিজ জিতেছে৷

বাংলা খবর/ খবর/খেলা/
Rishabh Pant Viral Video: বিরাট কোহলি এখন কোণঠাসা, নতুন হিরো ঋষভ পন্থকে নিয়ে গান বাঁধলেন ফ্যানরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল