দ্য ভারত আর্মি এখন নতুন এক গান বেঁধেছে৷ পন্থের শতরানের ইনিংসে ভর দিয়ে শুধু ভারত বনাম ইংল্যান্ড একদিনের ম্যাচই নয় সিরিজও জিতেছিল টিম ইন্ডিয়া৷ স্টেডিয়ামে ভেতরে যখন ‘পন্থ পটাকা’, ঠিক তখনই গ্যালারিতে জোর গান৷ বাজছে ড্রাম, ঢোল -তার সঙ্গে ভারতীয় ফ্যানরা দুলে দুলে গলা ছেড়ে গান গেয়ে চলেছেন৷ এই গান বাকি ক্রিকেট ফ্যানদেরও দারুণ মনে ধরেছে৷ তাই ভাইরাল ভিডিও হয়ে গেছে নিমেষে৷
advertisement
আরও পড়ুন - Kolkata Police: স্টাইলটা পুরো জামতারা! কলকাতায় বসে কানাডার মহিলাকে প্রতারণা, লালবাজারের দারুণ সাফল্য
দেখে নিন ঋষভ পন্থকে নিয়ে বাঁধা গানের ভাইরাল ভি়ডিও (Viral Video)
গানের কথা হল ‘‘উই হ্যাভ গট ঋষভ পন্থ’’ অর্থাৎ আমরা ঋষভ পন্থকে পেয়ে গেছি৷ ২৪ বছরের ঋষভ পন্থকে নিয়ে এই গান শোনা গেছে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে৷ সিরিজ নির্ণায়ক ওয়ান ডেতে ৫ উইকেটে জয় হাসিল করেছে তারা৷ এদিনের ম্যাচে ইংল্যান্ড দল ৪৫.৫ ওভারে ২৫৯ রান করতে পেরেছিল৷ তারা অল আউট হয়ে গিয়েছিল৷ এরপর ভারতের হয়ে ঋষভ পন্থ ও হার্দিক পান্ডিয়া কামাল করে দেয়৷ তাদের দাপটে ৪২.১ ওভারে ৫ উইকেট খুইয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া৷
ঋষভ পন্থ ১১৩ বলে ১২৫ রান করেছিলেন৷ তাঁর ইনিংস সাজানো ছিল ১৬ টি চার এবং ২ টি ছয় দিয়ে৷ হার্দিক পান্ডিয়া ৭১ রান করেন৷ পঞ্চম উইকেটে এই জুটি ১৩৩ রান করেন৷ পান্ডিয়া ৫৫ বলে ১০ টি চারের সঙ্গে৷ এক ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড পছন্দ করা হচ্ছে৷ এতে পন্থের গান বানিয়ে কিছু ফ্যান স্টেডিয়ামে নাচতে শুরু করেন৷ ঢোল নাগাড়ার সঙ্গে ডান্স করতে দেখা যায়৷
ভারত ওয়ান ডে তে ২-১ সিরিজ জেতার আগে টি টোয়েন্টিতে ২-১ সিরিজ জিতেছে৷
