TRENDING:

Rishabh Pant: ভাঙা পায়ে হাফ সেঞ্চুরি পন্থের, ৩৫৮-য় শেষ ভারতের প্রথম ইনিংস

Last Updated:

IND vs ENG 4th Test: ম্যাঞ্চেস্টার টেস্টের দ্বিতীয় দিনে ভারতের প্রথম ইনিংস শেষ হল ৩৫৮ রানে। দ্বিতীয় দিনে ভারতীয় দলের ব্যাটারা বড় স্কোর করতে করতে না পারলেও প্রাপ্তি বলতে ভাঙা পায়ে ঋষভ পন্থের হাফ সেঞ্চুরি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ম্যাঞ্চেস্টার টেস্টের দ্বিতীয় দিনে ভারতের প্রথম ইনিংস শেষ হল ৩৫৮ রানে। দ্বিতীয় দিনে ভারতীয় দলের ব্যাটারা বড় স্কোর করতে করতে না পারলেও প্রাপ্তি বলতে ভাঙা পায়ে ঋষভ পন্থের হাফ সেঞ্চুরি। প্রথম দিনে চোট পাওয়ার পর দ্বিতীয় দিনে পন্থ ব্যাটিংয়ে নামবেন কেউ ভাবতেই পারেননি। কিন্তু পন্থ মাঠে নামতেই পুরো ম্যাঞ্চেস্টার স্টেডিয়াম দাঁড়িয়ে হাততালি স্বাগত জানান।
(Photo-AP)
(Photo-AP)
advertisement

ম্যাচের প্রথম দিন রিভার্স সুইপ মারতে যান তারকা ব্যাটার। তারপরেই দেখা যায়, পা ফুলে গিয়েছে তাঁর। পায়ে হেঁটে মাঠ ছাড়ার ক্ষমতাটুকুও ছিল না পন্থের। গাড়িতে করে বের করে নিয়ে যাওয়া হয় তাঁকে। ক্রিস ওক্‌সের ফুল লেংথের বল রিভার্স সুইপ মারতে গিয়েছিলেন ঋষভ। ব্যাটে হালকা ছুঁয়ে বল গিয়ে লাগে তাঁর ডান পায়ের পাতায়। এলবিডব্লিউয়ের জন্য আবেদন করে ইংল‌্যান্ড। ভারতীয় সমর্থকরা তখন উইকেট হারানোর অশনি সঙ্কেত দেখছেন। আম্পায়ার আউট দেননি। রিভিউ নিলে দেখা যায়, বল তাঁর ব‌্যাটে লেগে তার পরে জুতোয় আঘাত করেছে।

advertisement

দ্বিতীয় দিনের সকালে জানা যায় ৬ সপ্তাহ মাঠের বাইরে পন্থকে থাকতে হবে বলে জানা যায়। দ্বিতীয় দিনে দলের স্বার্থে পন্থ মাঠে নামার পরই বোঝা যাচ্ছিল অস্বস্তিতে রয়েছেন তিনি। তারপরও ৫৪ রানের ইনিংস খেলেন তিনি। চোটের কারণেই জোফ্রা আর্চারের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন পন্থ। কিন্তু দলের স্বার্থে যেভাবে লড়াকু মানসীকতা দেখিয়েছেন পন্থ তা কুর্নিশ যোগ্য।

advertisement

আরও পড়ুনঃ Rishabh Pant: চোটের কারণে মাঠ ছেড়েছেন পন্থ, তার আগেই গড়েছেন এমন বিশ্বরেকর্ড, যা বিশ্বের কোনও উইকেটকিপার পারেনি

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

প্রসঙ্গত, প্রথম ইনিংসে ভারতীয় দলের ৩৫৮ রানের ইনিংসে ৩ জন প্লেয়ার হাফ সেঞ্চুরি করেন। সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেন সাই সুদর্শন। এছাড়া ৫৮ করেন যশস্বী জয়সওয়াল, ৫৪ করেন পন্থ। ৪১ রান করেন শার্দুল ঠাকুর। ইংল্যান্ডের সর্বোচ্চ ৫টি উইকেট নেন বেন স্টোকস। এছাড়া ৩টি উইকেট নেন জোফ্রা আর্চার, একটি করে উইকেট নেন ক্রিস ওকস, লিয়াম ডসন।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Rishabh Pant: ভাঙা পায়ে হাফ সেঞ্চুরি পন্থের, ৩৫৮-য় শেষ ভারতের প্রথম ইনিংস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল