ইংল্যান্ডের ইনিংসের ৩৪তম ওভারে তিনি চোট পান। আঙুলে চোট লাগে তার। চোট লাগার পর কিছু সময় খেলা বন্ধ থাকে এবং আম্পায়ারসহ সব খেলোয়াড় তাঁর আঙুল পরীক্ষা করেন। সেই ওভার তিনি কোনোভাবে শেষ করেন। পন্থ জানতেন ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ, তাই তিনি কিপিং করতে চেয়েছিলেন। কিন্তু চোট যেন গুরুতর না হয়ে যায়, এই চিন্তায় তিনি মাঠ ছেড়ে যান। বর্তমানে তাঁকে স্ক্যানের জন্য পাঠানো হয়েছে, এর পরেই তাঁর খেলা চালিয়ে যাওয়া নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
advertisement
যখন ৩৪তম ওভারে পন্ত চোট পান এবং খেলোয়াড় ও আম্পায়ারদের সঙ্গে আলোচনা করছিলেন, তখন ধ্রুব জুরেল দ্রুত মাঠে ছুটে আসেন। চোট কতটা গুরুতর তা দেখার পর তিনি ফিরে গিয়ে সঙ্গে সঙ্গে প্যাড পরে তৈরি হয়ে মাঠে নামেন। ৩৪.১ ওভার থেকে পন্থের জায়গায় উইকেটকিপিংয়ের দায়িত্ব নেন জুরেল। কিপিংয়ে প্রথম দিন পন্থের অভাব বুঝতে দেননি তিনি।
আরও পড়ুন: IND vs ENG: ভারতের বিরুদ্ধে এমন রেকর্ড গড়লেন জো রুট, যা এর আগে বিশ্বের কোনও ব্যাটার পারেনি
তবে পন্থের চোট নিয়ে চিন্তা বেড়েছে ভারতের। ব্যাটিং করতে তিনি পারবেন কিনা সে বিষয়ে কিছুই জানা যায়নি। প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ২৫১ রানে ৪ উইকেট। বাজবল ঘরানা থেকে বেরিয় এদিন ঠান্ডা মাথায় ব্যাট করেন ইংল্যান্ডের ব্যাটাররা। বিশেষ করে জো রুটের কথা আলাদ করে বলতেই হয়। দিনের শেষে তিনি ৯৯ ও বেন স্টোকস ৩৯ রানে অপরাজিত রয়েছেন।