ভারতীয় দলের সহ-অধিনায়ক ঋষভ পন্থ লর্ডস টেস্টের প্রথম দিন প্রথম সেশনে উইকেটকিপিং করেছিলেন। দ্বিতীয় সেশনে আঙুলে চোট পান। এরপর ধ্রুব জুরেল পন্থের জায়গায় বদলি কিপার হিসেবে উভয় ইনিংসে উইকেটকিপিং করেছিলেন। তবে, আঙুলের আঘাত সত্ত্বেও পন্থ ভারতের হয়ে উভয় ইনিংসে ব্যাট করেছিলেন। প্রথম ইনিংসে তিনি ৭৪ রান এবং দ্বিতীয় ইনিংসে ৯ রান করেছিলেন। অধিনায়ক শুভমান গিল পন্থের রানআউটকে ম্যাচের টার্নিং পয়েন্ট বলে অভিহিত করেছেন। এ থেকে অনুমান করা যায় যে পন্থের ব্যাটিং ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ।
advertisement
ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট ২৩শে জুলাই থেকে ম্যাঞ্চেস্টারে অনুষ্ঠিত হবে। এই ম্যাচে পন্থের খেলার প্রশ্নে সহকারী কোচ রায়ান টেন দুশখাতে ইঙ্গিত দিয়েছেন যে পন্থ ম্যাঞ্চেস্টারে খেলবেন। তবে তার উইকেটকিপিং নিয়ে এখনও সন্দেহ রয়েছে। বৃহস্পতিবার অনুশীলন সেশনের পর রায়ান টেন দুখখাতে বলেন, ‘টেস্টের আগে সে ম্যাঞ্চেস্টারে ব্যাট করবে। আমার মনে হয় না যে আপনি কোনও পরিস্থিতিতেই ঋষভকে ম্যাচের বাইরে রাখতে পারবেন। তৃতীয় টেস্টে সে ব্যথা নিয়ে ব্যাট করেছিল। কিন্তু এখন তার আঙুলের ব্যথা কমছে।’
টিম ইন্ডিয়ার সহকারি কোচ আরও বলেন, ‘উইকেটকিপিং শেষ বিষয়। আমাদের সিদ্ধান্ত নিতে হবে সে উইকেটকিপিং করতে পারবে কিনা। ইনিংসের মাঝখানে আমরা আর উইকেটকিপার পরিবর্তন করতে চাই না। আজ সে বিশ্রাম নিয়েছে। আশা করি সে ম্যাঞ্চেস্টারের প্রথম সেশনে খেলার জন্য প্রস্তুত থাকবে। সে প্লেয়িং ইলেভেনের সমীকরণে আছে। যদি সে ফিট থাকে, তাহলে সে পরবর্তী টেস্ট খেলবে এবং উভয় ভূমিকাই পালন করবে।’
আরও পড়ুনঃ IND vs ENG: ম্যাঞ্চেস্টারে মরণ-বাঁচন ম্যাচে বুমরাহ কি খেলবেন? সবথেকে বড় আপডেট দিলেন ‘কোচ’!
ঋষভ পন্থ ভারতের টেস্ট দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তিনি সহ-অধিনায়ক। ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাকে পুরোপুরি ফিট হওয়ার জন্য যথেষ্ট সময় দিচ্ছে। মনে করা হচ্ছে যে যদি পন্থ উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে খেলতে না পারেন, তাহলে ধ্রুব জুরেল চতুর্থ টেস্টে খেলবেন। ধ্রুব জুরেলকে প্লেয়িং ইলেভেনে অন্তর্ভুক্ত করার জন্য, ওয়াশিংটন সুন্দর, নীতিশ কুমার রেড্ডি বা করুণ নায়ারের মধ্যে একজনকে বাদ দেওয়া যেতে পারে।