TRENDING:

আগামী ৮ অগাস্ট অবসর নিচ্ছেন রিওতে ভারতের পতাকাবাহক অভিনব বিন্দ্রা

Last Updated:

আগামী ৫ অগাস্ট রিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বইবেন অভিনব বিন্দ্রা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কেরিয়ারের শেষলগ্নে এসেও অভিনব বিন্দ্রার মুকুটে যুক্ত হল আরও একটি নতুন পালক। রিও-তে ভারতের পতাকাবাহক নির্বাচিত হয়েছেন অভিনব বিন্দ্রা। অলিম্পিকের উদ্বোধনী মার্চ পাস্টে দেশের পতাকা বইবেন অলিম্পিকে সোনাজয়ী এই শ্যুটার।রিওতে পতাকাবাহক হিসেবে শুক্রবার বিন্দ্রার নাম ঘোষণা করল ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ)। পাশাপাশি ভারতের অলিম্পিক সোনাজয়ী এই শ্যুটার নিজের অবসর ঘোষণার কাজটাও সেরে রাখলেন এদিন ৷ আগামী ৮ অগাস্ট তাঁর দীর্ঘ ২০ বছরের শ্যুটিং কেরিয়ার শেষ হচ্ছে বলে জানিয়েছেন অভিনব ৷
advertisement

৫ অগাস্ট রিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বইবেন বিন্দ্রা।  ২০১২ সালে লন্ডন অলিম্পিকের মার্চ পাস্টে দেশের পতাকাবাহক ছিলেন কুস্তিগীর সুশীল কুমার।

রিও অলিম্পিকের শুভেচ্ছা দূত অনেক আগেই নির্বাচিত হয়েছিলেন অভিনব বিন্দ্রা ৷ এবার সেই ইভেন্টেই দেশের পতাকা বহন করার গুরুদায়িত্বও পড়ল তাঁরই কাঁধে৷ এই কাজের জন্য বিন্দ্রাকেই যোগ্য অ্যাথলিট হিসেবে মনে করেছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন  ৷

advertisement

ব্যক্তিগত ইভেন্টে দেশের একমাত্র অলিম্পিক পদক জয়ী বিন্দ্রার নাম ২০১২ লন্ডন অলিম্পিকের সময়েও মনোনীত হয়েছিল ভারতের পতাকাবাহক হিসেবে ৷ বিন্দ্রার সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন কিংবদন্তী টেনিস তারকা লিয়েন্ডার পেজ, তারকা বক্সার বিজেন্দর সিং ও অলিম্পিকে জোড়া পদক জয়ী কুস্তিগীর সুশীল কুমার৷ শেষপর্যন্ত সুশীলকেই মার্চ পাস্টে ভারতের পতাকা বাহক হিসেবে নির্বাচিত করে আইওএ ৷ এবার অবশ্য আর হতাশ হতে হল না অভিনবকে ৷ অলিম্পিকের মার্চপাস্টে দেশের পতাকাবাহকের সম্মান দেওয়া হল তাঁকেই ৷

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
আগামী ৮ অগাস্ট অবসর নিচ্ছেন রিওতে ভারতের পতাকাবাহক অভিনব বিন্দ্রা