TRENDING:

GT vs KKR: শেষ ওভারে পাঁচটা ছয়, কলকাতাকে হারা ম্যাচ জিতিয়ে বাজিগর রিঙ্কু, যেন সিনেমা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আহমেদাবাদ: গুজরাতের বিরুদ্ধে ম্যাচটা জিততে হলে শুরু থেকে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হত সেটা জানত কেকেআর। তাছাড়া তাদের রাস্তা ছিল না। গুরবাজ দুটো বাউন্ডারি মেরে শুরু করলেও ১৫ করে ফিরে গেলেন শামির বলে। প্রথম ম্যাচ খেলতে নামা জগদীশন (৬) বেশি কিছু করতে পারেননি। ২৮ রানে দুই উইকেট হারালেও হিম্মত হারেনি কেকেআর।
কলকাতার নায়ক রিঙ্কু
কলকাতার নায়ক রিঙ্কু
advertisement

দুই বাহাতি ভেঙ্কটেশ আইয়ার এবং অধিনায়ক নীতিশ রানা পাল্টা লড়াই শুরু করে ১০০ রানের পার্টনারশিপ তৈরি করেন। নীতিশ ৪৫ করে আউট হন। তিনটি দেখার মত ছক্কা হাঁকান কেকেআর ক্যাপ্টেন। কিন্তু ১৪ নম্বর ওভারে আলজারি জোসেফ মাত্র চার রান দিলেন। এই জায়গায় হয়তো রিংকুর জায়গায় রাসেলকে নিয়ে আসা উচিত ছিল কেকেআরের।

advertisement

কিন্তু পন্ডিতমশাই এর ভরসা ছিল রিনকুতে। অন্যদিকে ভেঙ্কটেশ একাই লড়াই করে গেলেন। দীর্ঘদিন বাদে নিজের অন্যতম সেরা ব্যাটিং তুলে ধরলেন কেকেআরের এই অলরাউন্ডার। ৪০ বলে ৮৩ করে গেলেন ভেঙ্কটেশ। আটটি বাউন্ডারি এবং পাঁচটি ছক্কা ছিল তার ইনিংসে। এরপরে এলেন রাসেল। শেষ চার ওভার কলকাতার প্রয়োজন ছিল পঞ্চাশ রান। কিন্তু আবার পুরো ব্যর্থ তিনি।

advertisement

রশিদ খানের বলে ব্যাটে লেগে প্যাডে লেগে উইকেট রক্ষকের হাতে জমা পড়লেন ক্যারিবিয়ান তারকা।পরের বড় এই সুনীল নারিন ছয় মারতে গিয়ে ফিরে গেলেন।আশা ছিল যতক্ষণ পর্যন্ত শার্দুল ঠাকুর ছিলেন। কিন্তু রশিদ খানের প্রথম বলেই এল বি ডব্লিউ হলেন। গুগলি ধরতেই পারেনি আগের ম্যাচে ৬৮ করা লর্ড শার্দুল। আফগান তারকা হ্যাটট্রিক করে ফেললেন।

advertisement

এরপর আর কেকেআরের জয়ের আশা ছিল না। ১৭ নম্বর ওভারটাই নাইটদের যাবতীয় লড়াই শেষ করে দিয়ে গেল। ভেঙ্কটেশ যে লড়াইটা করেছিলেন তাকে সাহায্য করতে পারলেন না অন্য কেউ। নিশ্চিতভাবেই এই পরাজয় হজম করা সহজ হবে না। যে ম্যাচটা কলকাতার হাতে ১৫ ওভার পর্যন্ত ছিল, সেটা পাল্টে গেল দুটো ওভারে। রাসেল জঘন্য। আর কতদিন শুধু নামের জোরে খেলে যাবেন সেটা কেকেআর ম্যানেজমেন্ট বলতে পারবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

কিন্তু মহান অনিশ্চয়তার খেলা ক্রিকেটে শেষ বল না পর্যন্ত বলা যায় না কি হবে। সেটাই করে দেখালেন রিঙ্কু সিং। ইয়েস দয়ালকে পাঁচটা ছয় মেরে নিশ্চিত হারা ম্যাচ জিতিয়ে দিলেন কেকেআরকে। যেন শাহরুখ খানের সিনেমার স্ক্রিপ্ট।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
GT vs KKR: শেষ ওভারে পাঁচটা ছয়, কলকাতাকে হারা ম্যাচ জিতিয়ে বাজিগর রিঙ্কু, যেন সিনেমা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল