আয়ারল্যান্ড থেকে দেশে ফিরে মা এবং বাবাকে টিম ইন্ডিয়ার জার্সি পরিয়ে দিয়েছেন রিঙ্কু। আসলে এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন এই দুজন না থাকলে হয়তো এতদূর আসতে পারতেন না। তো সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে এই ছবি ভাইরাল হয়ে গিয়েছে। প্রচুর মানুষ রিঙ্কুকে এগিয়ে চলার আশীর্বাদ দিয়েছেন।
আলিগড়ে একটা স্কুল টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়ার পর পুরস্কার হিসেবে একটা স্কুটি পেয়েছিলেন রিঙ্কু সিং। সেই স্কুটি তিনি তার বাবাকে উপহার দিয়েছিলেন। যাতে গ্যাস সিলিন্ডার ডেলভারি করতে সুবিধা হয়! কানপুরে একটা কলেজ টুর্নামেন্ট খেলতে যাওয়ার জন্য রিঙ্কুর কাছে পর্যাপ্ত টাকা ছিল না!
তখন তার মা একটা দোকান থেকে হাজার টাকা ধার এনে রিঙ্কুকে দিয়েছিলেন, যাতে কানপুর যাওয়ার ক্ষেত্রে কোনও বাধা না আসে! তারপর কেটে গেছে অনেকগুলো বছর। রিঙ্কুর ক্রিকেট আরও পরিচিতি পেয়েছে, পরিবারের দারিদ্রও অনেকটাই ঘুচেছে। আজ রিঙ্কু আন্তর্জাতিক ক্রিকেটার।
আজ রিঙ্কু তার বাবা এবং মা-কে জাতীয় দিলের জার্সি উপহার দিয়েছেন। দু’জনের মুখেই আজ হাসি! দু’জনেই জানেন, ছেলে পেরেছে! ছেলে করে দেখিয়েছে! রিঙ্কু অবশ্য জানিয়েছেন মা বাবাই তার অনুপ্রেরণা এবং শক্তি। ভবিষ্যতে ভারতীয় দলে এবং আইপিএলে যখনই সুযোগ পাবেন আরও উন্নত পারফরমেন্স দেওয়ার চেষ্টা করবেন।