প্রায় ২ মিনিটের ভিডিওর শেষে শুভমান গিল চলে আসেন। তিনি জানিয়ে দেন, রিঙ্কু সিংকে বাঁদর কামড়ে দিয়েছিল। সেই কামড়ের দাগ এখনও রয়েছে তাঁর হাতে।
আরও পড়ুন- ভারতের প্রথম ১১ বাছতে হিমসিম অবস্থা!প্রোটিয়াদের বিরুদ্ধে থাকছে কোন চমক?দেখে নিন
এর পর রিঙ্কু হাসতে শুরু করেন। তিনি হাতের সেই অংশটি দেখান, যেখানে তাঁকে বাঁদর কামড়েছিল।
advertisement
এই সাক্ষাৎকারে ফিটনেস নিয়ে কথা বলছিলেন রিঙ্কু। তিনি বলেছেন, দীর্ঘ সময় ধরে তিনি ফিটনেস বজায় রাখতে পরিশ্রম করেছেন। নিজেকে ফিট রাখতে সব কিছুই করেন তিনি। তার পরই গিল তাঁর পেছন এসে চিৎকার করে জিজ্ঞেস করেন, বাঁদর কামড়েছে বলেই রিঙ্কু এতটা ফিট হয়েছেন কিনা!
রিঙ্কু ও গিল, দুজনেই প্রথম ম্যাচে খেলবেন বলে আশা করা হচ্ছে। আহমেদাবাদে ২০২৩ বিশ্বকাপ ফাইনালের পর এটিই হবে গিলের প্রথম আন্তর্জাতিক ইনিংস।
আরও পড়ুন- নতুন বছরে টিম ইন্ডিয়ার জন্য বড় সুখবর! গুরত্বপূর্ণ আপডেট দিলেন জয় শাহ
রিঙ্কু টি-টোয়েন্টিতে ৫ এবং ৬ নম্বরে ব্যাট করেন। এই পজিশনে ব্যাট করার অসুবিধার কথাও বলেছেন তিনি। তিনি বলছিলেন, রাহুল দ্রাবিড় কীভাবে তাঁকে চাঙ্গা রাখেন। দ্রাবিড়কে কোচ হিসেবে পেয়ে গর্বিত রিঙ্কু।
রিংকু বলেছেন, “আমি রাহুল স্যারের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, এটা সত্যিই ভাল অনুভূতি। স্যার আমাকে সবসময় নিজের মতো খেলতে বলেন। নিজের ওপর বিশ্বাস রাখতে বলেছেন তিনি। আমাকে পাঁচ ও ছয় নম্বরে ব্যাট করতে হবে। কাজটা সহজ নয়। কিন্তু আমাকে এই চাপটা নিতে হবে।”
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F