TRENDING:

বাঁদর কামড়ে দিয়েছে রিঙ্কু সিংকে! শুভমান গিল দিলেন ভেতরের খবর

Last Updated:

Rinku SIngh: বাঁদরের কামড় খেয়েছেন কলকাতার ক্রিকেটার!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভারতীয় ক্রিকেট দল আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে T20 সিরিজের প্রথম ম্যাচ খেলবে। ডারবানে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচের আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) একটি ভিডিও শেয়ার করেছে। সেই ভিডিওতে রিঙ্কু সিং টিম ইন্ডিয়ার প্রস্তুতি নিয়ে কথা বলছেন।
advertisement

প্রায় ২ মিনিটের ভিডিওর শেষে শুভমান গিল চলে আসেন। তিনি জানিয়ে দেন, রিঙ্কু সিংকে বাঁদর কামড়ে দিয়েছিল। সেই কামড়ের দাগ এখনও রয়েছে তাঁর হাতে।

আরও পড়ুন- ভারতের প্রথম ১১ বাছতে হিমসিম অবস্থা!প্রোটিয়াদের বিরুদ্ধে থাকছে কোন চমক?দেখে নিন

এর পর রিঙ্কু হাসতে শুরু করেন। তিনি হাতের সেই অংশটি দেখান, যেখানে তাঁকে বাঁদর কামড়েছিল।

advertisement

এই সাক্ষাৎকারে ফিটনেস নিয়ে কথা বলছিলেন রিঙ্কু। তিনি বলেছেন, দীর্ঘ সময় ধরে তিনি ফিটনেস বজায় রাখতে পরিশ্রম করেছেন। নিজেকে ফিট রাখতে সব কিছুই করেন তিনি। তার পরই গিল তাঁর পেছন এসে চিৎকার করে জিজ্ঞেস করেন, বাঁদর কামড়েছে বলেই রিঙ্কু এতটা ফিট হয়েছেন কিনা!

রিঙ্কু ও গিল, দুজনেই প্রথম ম্যাচে খেলবেন বলে আশা করা হচ্ছে। আহমেদাবাদে ২০২৩ বিশ্বকাপ ফাইনালের পর এটিই হবে গিলের প্রথম আন্তর্জাতিক ইনিংস।

advertisement

আরও পড়ুন- নতুন বছরে টিম ইন্ডিয়ার জন্য বড় সুখবর! গুরত্বপূর্ণ আপডেট দিলেন জয় শাহ

রিঙ্কু টি-টোয়েন্টিতে ৫ এবং ৬ নম্বরে ব্যাট করেন। এই পজিশনে ব্যাট করার অসুবিধার কথাও বলেছেন তিনি। তিনি বলছিলেন, রাহুল দ্রাবিড় কীভাবে তাঁকে চাঙ্গা রাখেন। দ্রাবিড়কে কোচ হিসেবে পেয়ে গর্বিত রিঙ্কু।

advertisement

রিংকু বলেছেন, “আমি রাহুল স্যারের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, এটা সত্যিই ভাল অনুভূতি। স্যার আমাকে সবসময় নিজের মতো খেলতে বলেন। নিজের ওপর বিশ্বাস রাখতে বলেছেন তিনি। আমাকে পাঁচ ও ছয় নম্বরে ব্যাট করতে হবে। কাজটা সহজ নয়। কিন্তু আমাকে এই চাপটা নিতে হবে।”

আরও খবর পড়তে ফলো করুন

সেরা ভিডিও

আরও দেখুন
এ যেন 'মেঘভাঙা' বৃষ্টি! হাসিমারায় পরিস্থিতি খারাপ, 'লাল চোখ' দেখাচ্ছে তোর্ষা
আরও দেখুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বাংলা খবর/ খবর/খেলা/
বাঁদর কামড়ে দিয়েছে রিঙ্কু সিংকে! শুভমান গিল দিলেন ভেতরের খবর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল