নাগপুরে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে খেলা প্রথম টি-২০ ম্যাচে রিঙ্কু সিং আবারও নিজের ফিনিশিং দক্ষতার প্রমাণ দেন। তিনি মাত্র ২০ বলে অপরাজিত ৪৪ রান করেন এবং দলকে বিশাল ২৩৮ রানের স্কোরে পৌঁছে দেন। এই ম্যাচে ভারত ৪৮ রানে জয় পায়। ইনিংসের শেষ ওভারে রিঙ্কু দুটি চার ও দুটি ছক্কা মেরে একাই ২১ রান তোলেন, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
advertisement
এই ইনিংসের মাধ্যমে রিঙ্কু সিং একটি বিশেষ রেকর্ডেও ভাগ বসান। টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে ২০তম ওভারে সবচেয়ে বেশি ছক্কা মারা ব্যাটসম্যানদের তালিকায় তিনি এমএস ধোনির সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। রিঙ্কুর নামে এখন শেষ ওভারে মোট ১২টি ছক্কা। তিনি এই ক্ষেত্রে অধিনায়ক সূর্যকুমার যাদবকে পিছনে ফেলেছেন, যার ছক্কার সংখ্যা ১১। এই তালিকায় শীর্ষে রয়েছেন হার্দিক পান্ডিয়া, তাঁর নামে আছে ১৫টি ছক্কা।
নিজের ইনিংস নিয়ে রিঙ্কু সিং বলেন, দলে নিয়মিত সুযোগ না পাওয়ায় তাঁর ওপর মানসিক চাপ ছিল। তবে পরিকল্পনা ছিল ধৈর্য ধরে সিঙ্গেল নেওয়া এবং সুযোগ পেলে বড় শট খেলা। শেষ পর্যন্ত উইকেটে টিকে থাকাটাকেই তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেছিলেন। সেই পরিকল্পনাই তিনি মাঠে সফলভাবে প্রয়োগ করেছেন।
আরও পড়ুনঃ Abhishek Sharma: বিধ্বংসী ইনিংসে জোড়া বিশ্বরেকর্ড অভিষেক শর্মার, পেছনে ফেললেন একের পর এক তারকাদের
রিঙ্কু আরও জানান, ব্যাট করতে নামার সময় হেড কোচ গৌতম গম্ভীর তাঁকে ইনটেন্ট বজায় রাখার কথা বলেছিলেন। বিশ্বকাপে এই আত্মবিশ্বাস ও গতি ধরে রাখতে চায় টিম ইন্ডিয়া। অর্শদীপ সিংয়ের সঙ্গে শেষদিকে তাঁর ১৩ বলে ২৯ রানের জুটিও ছিল গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে, রিঙ্কু সিং যে ভারতের ভবিষ্যৎ ফিনিশার—তা আবারও প্রমাণিত হলো।
