এক বন্ধুর সঙ্গে মিলে আলিগড়ে ক্রিকেট অ্যাকাডেমি খুলেছেন রিঙ্কু। নিজের কেরিয়ারের পাশাপাশি অ্যাকাডেমিতেও সময় দেন। সেপ্টেম্বর মাসে শুরু হবে এশিয়া গেমস। অভিষেক সিরিজে ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছিলেন আয়ারল্যান্ড এর বিরুদ্ধে। বিদেশ সফর থেকে ফিরে বাবা ও মাকে উপহার দিয়েছেন ভারতীয় দলের জার্সি। আবেগী রিঙ্কু সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
advertisement
আলিগড়ের ২৫ বছরের ক্রিকেটার জানেন, তিনি এখন আর আম নন, খাস হয়ে গিয়েছেন। বাড়ি থেকে বেরলেই লোকে ছেঁকে ধরে। আগে সেভাবে লোকজন চিনতেন না রিঙ্কুকে। এখন তাঁর অটোগ্রাফ, সেলফির জন্য হুড়োহুড়ি পড়ে যায়। পথঘাটে এখন একা বেরতে পারেন না রিঙ্কু সিং। রিঙ্কু ভবিষ্যতে ভারতীয় দলের সদস্য হতে চান নিয়মিত। কিন্তু আপাতত যাতে গরিব ক্রিকেটাররা উঠে আসার ক্ষেত্রে বাধা না পান সেদিকে মন দিয়েছেন রিঙ্কু।
নিজের অনেক পয়সা লাগিয়েছেন অ্যাকাডেমি তৈরির ক্ষেত্রে। এক্ষেত্রে তাকে যুবরাজ এবং বিরাট কোহলি টাকা দিয়ে সাহায্য করতে চেয়েছিলেন। কিন্তু রিঙ্কু নেননি। তার মনে হয়েছে এটা তিনি একাই তৈরি করবেন। যত মানুষ আছে তারা সকলেই চান তরুণ প্রতিভা উঠে আসুক। রিঙ্কু নিজেই জানেন ক্রিকেট বড় লোকের খেলা। কিটসের দাম প্রচুর।
অনেক গরীব প্রতিভা এই জায়গা থেকে উঠতে পারে না শুধু এত টাকা খরচের কারণে। তার নিজের ক্ষেত্রেও এই সমস্যা ছিল। রিঙ্কু আশাবাদী তিনি যে প্রচেষ্টা নিয়েছেন সেই প্রচেষ্টা সফল হবে। এটা তিনি ভালবেসে করছেন।
