TRENDING:

তিনটে টি টোয়েন্টি বিশ্বকাপে একটাও ছয় হাঁকাননি! তবুও তাঁকেই দলে রাখছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট

Last Updated:

এদিক প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা ইয়ান চ্যাপেল রীতিমতো তুলোধনা করেছেন ভারতীয় টিম ম্যানেজমেন্টকে৷ তাঁর সাফ দাবি ভারতীয় দলের উচিত কার্তিককে বসিয়ে পন্থকে খেলতে দেওয়া ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মেলবোর্ন: পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত চারটি গ্রুপ ম্যাচের মধ্যে ৩ টি জিতেছে৷ তারা গ্রুপ ২ -র এক নম্বর স্থানে রয়েছে৷  তারা রবিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলবে গ্রুপ পর্বের শেষ ম্যাচ নভেম্বর ৬ রবিবার দিন৷ অ্যাডিলেডের ম্যাচে ভারত জিতেছিল৷ রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত কার্যত সেমিফাইনালে কিন্তু তাও কিছু জটিলতা থাকছেও৷
Ridiculous Australian legend slams Indian Team Management for picking Dinesh Karthik ahead of Rishabh Pant
Ridiculous Australian legend slams Indian Team Management for picking Dinesh Karthik ahead of Rishabh Pant
advertisement

এখনও অবধি টি টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ ছাড়া ভারত কোনও ম্যাচ হারেনি৷ ভারতীয় দলের প্রথম একাদশও টিম ম্যানেজমেন্ট ভরসা রেখে চলেছে৷ যে দল পাকিস্তানের বিরুদ্ধে খেলেছে সেই একই দল নেদারল্যান্ডসও ও বাংলাদেশ ম্যাচেও খেলেছে৷

এই মুহূর্তে দলের যে দু একজন ক্রিকেটার স্ক্যানারের নীচে রয়েছেন তাঁদের মধ্যে অন্যতম দীনেশ কার্তিক৷ তিনি এখনও গ্লাভস হাতে উইকেটের পিছনে দায়িত্ব সামলাচ্ছেন৷ কিন্তু বহু প্রাক্তনই প্রশ্ন তুলছেন হঠাৎ করে ঋষভ পন্থের মতো তরুণ ক্রিকেটারকে বসিয়ে রেখেছেন  কী করে? দীনেশ কার্তিকের একটা পরিসংখ্যান জানলে আরও চমকে যাবেন ভারতীয় ক্রিকেটের ফ্যানরা৷ কারণ আজ অবধি তিনটি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন দীনেশ কার্তিক৷

advertisement

২০০৭ সালে তিনটি ইনিংসে একটিও ছক্কা মারতে পারেননি, ২০১০ এ দুটি ইনিংসে ছয় মারতে পারেননি৷ এবার ২০২২ -এও ৩ টি ইনিংসে এখনও অবধি কোনও ছয় মারতে পারেননি৷

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

এদিক প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা ইয়ান চ্যাপেল রীতিমতো তুলোধনা করেছেন ভারতীয় টিম ম্যানেজমেন্টকে৷ তাঁর সাফ দাবি ভারতীয় দলের উচিত কার্তিককে বসিয়ে পন্থকে খেলতে দেওয়া ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
তিনটে টি টোয়েন্টি বিশ্বকাপে একটাও ছয় হাঁকাননি! তবুও তাঁকেই দলে রাখছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল