এখনও অবধি টি টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ ছাড়া ভারত কোনও ম্যাচ হারেনি৷ ভারতীয় দলের প্রথম একাদশও টিম ম্যানেজমেন্ট ভরসা রেখে চলেছে৷ যে দল পাকিস্তানের বিরুদ্ধে খেলেছে সেই একই দল নেদারল্যান্ডসও ও বাংলাদেশ ম্যাচেও খেলেছে৷
এই মুহূর্তে দলের যে দু একজন ক্রিকেটার স্ক্যানারের নীচে রয়েছেন তাঁদের মধ্যে অন্যতম দীনেশ কার্তিক৷ তিনি এখনও গ্লাভস হাতে উইকেটের পিছনে দায়িত্ব সামলাচ্ছেন৷ কিন্তু বহু প্রাক্তনই প্রশ্ন তুলছেন হঠাৎ করে ঋষভ পন্থের মতো তরুণ ক্রিকেটারকে বসিয়ে রেখেছেন কী করে? দীনেশ কার্তিকের একটা পরিসংখ্যান জানলে আরও চমকে যাবেন ভারতীয় ক্রিকেটের ফ্যানরা৷ কারণ আজ অবধি তিনটি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন দীনেশ কার্তিক৷
advertisement
২০০৭ সালে তিনটি ইনিংসে একটিও ছক্কা মারতে পারেননি, ২০১০ এ দুটি ইনিংসে ছয় মারতে পারেননি৷ এবার ২০২২ -এও ৩ টি ইনিংসে এখনও অবধি কোনও ছয় মারতে পারেননি৷
এদিক প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা ইয়ান চ্যাপেল রীতিমতো তুলোধনা করেছেন ভারতীয় টিম ম্যানেজমেন্টকে৷ তাঁর সাফ দাবি ভারতীয় দলের উচিত কার্তিককে বসিয়ে পন্থকে খেলতে দেওয়া ৷