কোহলির উইকেটটাই সব থেকে মূল্যবান হতে চলেছে বলে মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। পন্টিং বলছেন, গত রাতে বিরাটের ইনিংস সবাই দেখেছে। এবারের আইপিএলে বেশ ভাল ছন্দে রয়েছে কোহলি। আমার বিশ্বাস টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোহলির উইকেটটাই সবচেয়ে দামি হতে চলেছে। অস্ট্রেলিয়া বিরাটের উইকেটটাই নিতে চাইবে।
পন্টিং বলেছেন, সাধারণত ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ হলে সবাই ধরেই নেয়, লড়াইটা আসলে ভারতের স্পিনারদের সঙ্গে অস্ট্রেলিয়ার ব্যাটারদের। ওভালে যে উইকেটে আমি খেলেছি, সেই উইকেট ব্যাটিং সহায়ক হয়েই থাকে। খেলা যত গড়াতে থাকে, স্পিনারদের জন্য বিশেষ কিছু থাকে না এই উইকেটে। আমার মনে হয়, লড়াইটা ভারতের টপ অর্ডারের সঙ্গে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলিংয়ের।
নিঃসন্দেহে অস্ট্রেলিয়ার বোলিং বেশ শক্তিশালী। কিন্তু বিরাট কোহলি যে ছন্দে আছে তাতে ওকে আউট করতে না পারলে অস্ট্রেলিয়ার কপালে দুঃখ আছে বলছেন রিকি। এছাড়া রোহিত শর্মা এবং গিল ভাল পারফর্ম করার ক্ষমতা রাখেন। কিন্তু অস্ট্রেলিয়ার প্রধান টক্কর সেই বিরাট কোহলির সঙ্গে। কিং কোহলি তার ছন্দ বজায় রাখতে পারলে ক্যাঙ্গারু বাহিনী চাপে থাকবে।