দ্বিতীয় ইনিংসে রানা তাড়া করছিল ইউপি ওয়ারিয়র্স। সেই সময় ক্রিজে ছিলেন ইউপি দলের অন্যতম সেরা ব্যাটার গ্রেস হ্যারিস। একার হাতে গত ম্যাচে ইউপিকে জিতিয়েছিলেন তিনি। অষ্টম ওভারে সোফি ডিভাইনের বল স্কুপ করনে গ্রেস হ্যারিস। সেই স্কুপ শট জাজ করে উইকেটের পিছনে দুরন্ত ড্রাইভ মেরে ক্যাচ তালুবন্দি করেন রিচা।
রিচা ঘোষের ক্যাচ দেখে শুধু বোলার সোফি ডিভাইন বা আরসিবির সতীর্থরাই নয়, ধারাভাষ্যকাররা পর্যন্ত বুঝে উঠতে পারছিলেন না ঠিক কোন ভাষায় প্রশংসা করবেন। উইমেন্স প্রিমিয়ার লিগের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে সেই ক্যাচের ভিডিও শেয়ার করা হয়। যা লাইক ও কমেন্টের বন্যায় ভেসে গিয়েছে।
advertisement
প্রসঙ্গত,ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৮ রানের বিশাল স্কোর করে আরসিবি। ৫০ বলে ৮০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন স্মৃতি মন্ধনা। এছাড়া এলিস পেরি ৩৭ বলে ৫৮, সবনইনি মেঘনা ২১ বলে ২৮, রিচা ঘোষ ১০ বলে ২১ রান করেন। রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৮ উইকেচে ১৭৫ করে ইউপি। অ্যালিসা হেলে ৫৫, দীপ্তি শর্মা ৩৩, পুণম খের ৩১ রানের ইনিংস খেললেও দলকে জয় এনে দিতে পারেননি। ২৩ রানে ম্যাচ জেতে আরসিবি।