রিচা জানান, “মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ। যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন তাতে আগামী দিনে অনেক মেয়েরা এটা দেখে অনুপ্রাণিত হবে।” পুলিশের DSP পদে দায়িত্ব নেওয়ার পরেই নিউজ18 বাংলায় এক্সক্লুসিভ বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষ। ইডেন গার্ডেন্সে রিচাকে ‘বঙ্গভূষণ’ সম্মানে ভূষিত করেছে রাজ্য সরকার।
advertisement
সেদিনই বিশ্বজয়ীর হাতে রাজ্য পুলিশের ডিএসপি পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি কমিশনারেটের DSP পদে নিযুক্ত করা হয়েছে রিচাকে৷ বুধবার তিনি পৌঁছে যান শিলিগুড়ি কমিশনারেটে। সেখানেই রিচার হাতে তুলে দেওয়া হয় পুলিশের উর্দি।
বিশ্বকাপ জয়ের এক মাস পর প্রথম অনুশীলন শুরু করলেন রিচা। সামনেই ওমেন্স প্রিমিয়ার লিগ। সেখানে দু’ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে RCB রিচাকে দলে রেখেছে। তাঁর প্রস্তুতিতে নেমে পরবর্তী লক্ষ্য ঠিক করে ফেললেন বঙ্গ তনয়া। অনূর্ধ্ব ১৯ সিনিয়ারদের বিশ্বকাপ জয়ের পর এবার রিচার লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। রিচার অনুরোধে শিলিগুড়ির বদলে কলকাতাতেই পোস্টিং পাচ্ছেন তিনি। শিলিগুড়িতে DSP পদে রিচাকে প্রথমে পোস্টিং দেওয়া হয়েছিল। তবে কলকাতায় সেই পোস্টিং করা হচ্ছে।
২২ বছর বয়সি ক্রিকেটার বিশ্বকাপের অন্যতম তুখোড় পারফর্মার। ৮ ম্যাচে ২৩৫ রান, গড় ৩৯.১৬ এবং স্ট্রাইক রেট ১৩৩.৫২! এবার রিচার লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়৷ সেখানে কী করেন এই বঙ্গ তনয়া, সেদিকে নজর থাকবে গোটা দেশের৷
