TRENDING:

Richa Ghosh Interview: "মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ"...পুলিশের DSP পদে দায়িত্ব নেওয়ার পর Exclusive সাক্ষাৎকার News18 বাংলায়

Last Updated:

বিশ্বকাপ জয়ের এক মাস পর প্রথম অনুশীলন শুরু করলেন রিচা। সামনেই ওমেন্স প্রিমিয়ার লিগ। সেখানে দু' কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে RCB রিচাকে দলে রেখেছে। তাঁর প্রস্তুতিতে নেমে পরবর্তী লক্ষ্য ঠিক করে ফেললেন বঙ্গ তনয়া।

advertisement
শিলিগুড়ি: প্রথম বাঙালি হিসাবে জিতেছেন ক্রিকেট বিশ্বকাপ। ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী উইকেটকিপার–ব্যাটার রিচা ঘোষ বুধবার আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন পশ্চিমবঙ্গ পুলিশের ডিএসপি পদে। জীবনের নতুন ইনিংস শুরু করলেন রিচা ঘোষ৷ রিচাকে নতুন দায়িত্বে স্বাগত জানান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। পুলিশের ইউনিফর্ম পরে দায়িত্বগ্রহণের ভিডিও রাজ্য পুলিশের অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়৷
News18
News18
advertisement

রিচা জানান, “মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ। যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন তাতে আগামী দিনে অনেক মেয়েরা এটা দেখে অনুপ্রাণিত হবে।” পুলিশের DSP পদে দায়িত্ব নেওয়ার পরেই নিউজ18 বাংলায় এক্সক্লুসিভ বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষ। ইডেন গার্ডেন্সে রিচাকে ‘বঙ্গভূষণ’ সম্মানে ভূষিত করেছে রাজ্য সরকার।

advertisement

সেদিনই বিশ্বজয়ীর হাতে রাজ্য পুলিশের ডিএসপি পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি কমিশনারেটের DSP পদে নিযুক্ত করা হয়েছে রিচাকে৷ বুধবার তিনি পৌঁছে যান শিলিগুড়ি কমিশনারেটে। সেখানেই রিচার হাতে তুলে দেওয়া হয় পুলিশের উর্দি।

আরও পড়ুনSuccess Story: পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের মেয়ে রজনী বাউরি, বাঁকা কথা উড়িয়েছেন ড্রিবল করে, পায়ে বল স্বপ্ন দেশের জার্সিতে খেলার

advertisement

বিশ্বকাপ জয়ের এক মাস পর প্রথম অনুশীলন শুরু করলেন রিচা। সামনেই ওমেন্স প্রিমিয়ার লিগ। সেখানে দু’ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে RCB রিচাকে দলে রেখেছে। তাঁর প্রস্তুতিতে নেমে পরবর্তী লক্ষ্য ঠিক করে ফেললেন বঙ্গ তনয়া। অনূর্ধ্ব ১৯ সিনিয়ারদের বিশ্বকাপ জয়ের পর এবার রিচার লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। রিচার অনুরোধে শিলিগুড়ির বদলে কলকাতাতেই পোস্টিং পাচ্ছেন তিনি। শিলিগুড়িতে DSP পদে রিচাকে প্রথমে পোস্টিং দেওয়া হয়েছিল। তবে কলকাতায় সেই পোস্টিং করা হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'লক্ষ্মী এল ঘরে', দ্বিতীয় কন্যা সন্তানের আনন্দে যা করল পরিবার, অনন্য ঘটনার সাক্ষী বেলদা
আরও দেখুন

২২ বছর বয়সি ক্রিকেটার বিশ্বকাপের অন্যতম তুখোড় পারফর্মার। ৮ ম্যাচে ২৩৫ রান, গড় ৩৯.১৬ এবং স্ট্রাইক রেট ১৩৩.৫২! এবার রিচার লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়৷ সেখানে কী করেন এই বঙ্গ তনয়া, সেদিকে নজর থাকবে গোটা দেশের৷

বাংলা খবর/ খবর/খেলা/
Richa Ghosh Interview: "মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ"...পুলিশের DSP পদে দায়িত্ব নেওয়ার পর Exclusive সাক্ষাৎকার News18 বাংলায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল