প্রাক্তন ভারতীয় ফুটবলার রহিম নবি পান্ডুয়ায় নিজের বাড়িতে এদিন বলেন, ‘‘আমি ইস্টবেঙ্গল মোহনবাগান মহামেডান তিন প্রধানেই খেলেছি। আমরা ফুটবলওয়ালারা জানি ক্লাব আমাদের কাছে মা। আর সমর্থকরা না থাকলে আমরা থাকব না। আমি যখন খেলতাম তখন মনে আছে একবারই ডার্বি বন্ধ হয়েছিল আমার মাথায় চোট লেগেছিল সেই খেলায়। ডার্বি বন্ধ হওয়া একটা কালো দিন।’’
advertisement
তাঁরা মতে প্রতিবাদ জোরদার হবে তাই বন্ধ করা হয়েছে ডার্বি খেলা।নিরাপত্তার প্রয়োজনীয় পুলিশও দিতে পারবে না বলেও জানানো হয়েছিল।
রহিম নবি আরও বলেন, ‘‘আর জি কর নিয়ে আমার সন্তানরা আমাকে জিজ্ঞাসা করছে, কী জবাব দেব। আরজি করের ঘটনা দোষীদের ধরতে এত সময় কেন। আমরা সবাই চাই পশ্চিমবঙ্গের শান্তি। আরজি করে যাঁরা ভাঙচুর করেছে কাদের সম্পত্তি ভাঙছে, আমাদের টাকাতেই তৈরি।’’
তিনি আরও বলেন, ‘‘রাজ্য জুড়ে সমস্ত ফুটবলপ্রেমী মানুষ আজ কেমন যেন এক হয়ে গেছে। বিরোধী ক্লাবের সমর্থকরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে নেমেছেন রাস্তায়। ইস্টবেঙ্গল , মোহনবাগান কিংবা মোহামেডান সব ফুটবলার থেকে সমর্থক হকার গলার এখন একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর।’’
Rahi Halder